চেন্নাইয়ের হাসি জয়ে ওয়াটসনের শতরানও ম্লান

আইপিএল সিক্সের প্রথম শতরান করলেন রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন। সোমবার চেন্নাইয়ের চিপকে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। মাত্র ৬১ বলে শতরান করলেন ওয়াটসন।

Updated By: Apr 22, 2013, 09:30 PM IST

রাজস্থান-১৮৫/৪, চেন্নাই- ১৮৬/৫
ক্রিকেটের মজা এখানেই। মহান ইনিংসও ঢাকা পড়ে যায় জয়ের কাছে। সোমবার চিপকে আইপিএলের ম্যাচে তাই হল। শতরানও ম্লান হয়ে গেল হাসির ব্যাটে। চেন্নাই সুপার কিংস নাটকীয় কায়দায় হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। ১৮৫ রান তাড়া করে ধোনির দল জিতল একেবারে শেষ বলে। চিপকে ট্রাজিক নায়ক হয়ে থাকলেন শেন ওয়াটসন।
 আইপিএল সিক্সের প্রথম শতরান করার পর রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসনের শেষ ওভারেই চেন্নাই সুপার কিংস জয়ের হাসি হাসল। চেন্নাইকে জেতানোর পিছনে বড় ভূমিকা নিলেন মাইকেল হাসি। হাসি করলেন ৫১ বলে ৮৮ রান। ওয়াটসন করেছিলেন ১০১ রান। মানে দুই অস্ট্রেলিয়ান মিলে এই টি টোয়েন্টি ম্যাচে রান করলেন ১৮৯ রান! চিপক আজ তাই প্রকৃত অর্থ হলুদ হয়ে গেল। কারণ চেন্নাই সুপার কিংসের জার্সি হলুদ আর রঙিন ক্রিকেটে অস্ট্রেলিয়ার রঙও হলুদ।

এর আগে চেন্নাইয়ের চিপকে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। মাত্র ৬১ বলে শতরান করলেন ওয়াটসন। মারলেন মোট ৬টা ওভার বাউন্ডারি আর ৬ টা বাউন্ডারি।
শেষে আউট হলেন ১০১ রানে। ওয়াটসনের দুরন্ত শতরানে ভর করে রাজস্থান রয়্যালস তুলল ১৮৫ রান। আইপিএলের ইতিহাসে এটি ২৫ তম শতরান।
আইপিএলে ওয়াটসন বরাবরই দারুণ খেলেন। প্রথম আইপিএলে রাজস্থানের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওয়াটসনের বড় অবদান ছিল। এবার অবশ্য সেভাবে ফর্মে ছিলেন না। জাতীয় দলের হয়ে ভারত সফরে এসে বিতর্কে জড়িয়ে নির্বাসিতও হয়েছিলেন। তার প্রভাব ওয়াটসনের খেলায় আইপিএলেও পড়ছিল। কিন্তু সোমবার সব কিছু ছাপিয়ে চোখ ধাঁধানো শতরান করলেন ওয়াটসন।

.