ইরফান খানের কী হয়েছে? মুখ খুলতে নারাজ চিকিত্সক

‘বিরল রোগে’ আক্রান্ত ইরফান খান। এই মুহূর্তে ইরফান নাকি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কিছুদিন ধরে এমন জল্পনা চলছে। কিন্তু, তার মধ্যেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয়, ইরফানের নাকি ব্রেন ক্যান্সার হয়েছে। মুম্বইয়ের ওই হাসপাতালেই নাকি চিকিত্সা চলছে তাঁর। যা নিয়ে ইরফান নিজে কোনও মন্তব্য করেননি। কিন্তু, বলিউডের এই তাবড় অভিনেতার অসুখ নিয়ে যখন ধোঁয়াসা চূড়ান্ত হচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি ইরফান খানের চিকিত্সকও।

Updated By: Mar 7, 2018, 05:59 PM IST
ইরফান খানের কী হয়েছে? মুখ খুলতে নারাজ চিকিত্সক

নিজস্ব প্রতিবেদন : ‘বিরল রোগে’ আক্রান্ত ইরফান খান। এই মুহূর্তে ইরফান নাকি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। বেশ কিছুদিন ধরে এমন জল্পনা চলছে। কিন্তু, তার মধ্যেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয়, ইরফানের নাকি ব্রেন ক্যান্সার হয়েছে। মুম্বইয়ের ওই হাসপাতালেই নাকি চিকিত্সা চলছে তাঁর। যা নিয়ে ইরফান নিজে কোনও মন্তব্য করেননি। কিন্তু, বলিউডের এই তাবড় অভিনেতার অসুখ নিয়ে যখন ধোঁয়াসা চূড়ান্ত হচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি ইরফান খানের চিকিত্সকও।

আরও পড়ুন : ব্রেন ক্যান্সারে আক্রান্ত ইরফান খান?

অভিনেতার চিকিত্সকের কথায়, ফাইনাল রিপোর্টে হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। দেখুন সেই পোস্ট..

সম্প্রতি ইরফান খান দাবি করেন, ‘বিরল রোগে’ আক্রান্ত তিনি। তবে রোগের বিষয়ে কোনও মন্তব্য তিনি করেননি।

.