শীর্ষ আদালতের নির্দেশের বিতর্কিত ব্যাখ্যা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যায় অস্বস্তিতে রাজ্য সরকার। শুক্রবার সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, মামলার শুনানি শুরু না হওয়া পর্যন্ত হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। যদিও, রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Updated By: Aug 24, 2012, 05:58 PM IST

সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যায় অস্বস্তিতে রাজ্য সরকার। শুক্রবার সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, মামলার শুনানি শুরু না হওয়া পর্যন্ত হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। যদিও, রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে এভাবেই ব্যাখ্যা করেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ব্যাখ্যা শুনে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় আইনজীবী ও প্রশাসক মহলে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ, যার অর্থ সুপ্রিম কোর্টে প্রথম দিনেই বড়সড় জয় রাজ্য সরকারের। পরিস্থিতি এমন হয় যে সিঙ্গুরেও বিজয় মিছিল বেরিয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সূত্র ধরে জমি ফেরত পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করতে শুরু করেন সিঙ্গুরের কৃষকরা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানান।
সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা দেওয়াই শুধু নয়, সর্বোচ্চ আদালতে এদিন যেন রাজ্য সরকারের জয় হয়েছে, এমনটাই তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এদিন সুপ্রিম কোর্ট আসলে ঠিক কী বলেছে তা পরিষ্কার হয়ে যায় টাটাদের আইনজীবীর বক্তব্য শোনার পর। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাখ্যা শুনে রীতিমতো চমকে যান টাটা মোটরসের আইনজীবী।
সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যায় রাজ্য প্রশাসনের বিভিন্ন মহলে অস্বস্তি তৈরি হয়েছে।

.