রেফারিং নিয়ে `চিন্তায়` বাগান কোচ করিম

বড়ম্যাচের আগে রেফারিং নিয়ে মনস্তাতিক লড়াই শুরু করে দিলেন মোহনবাগান কোচ। বিপক্ষ দল চলতি মরসুমে এগারোটা পেনাল্টি পেয়েছে। উল্টোদিকে মোহনবাগান শিবিরের দাবি, শিল্ডে তারা বারবারই খারাপ রেফারিংয়ের শিকার হয়েছেন। সাপ্রিসা ম্যাচে ওডাফাকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি আগের বড়ম্যাচে টোলগের শট ওপারার হাতে লাগা সত্বেও পেনাল্টি দেওয়া হয়নি বলে দাবি মোহনবাগান শিবিরের। তাই ম্যাচের আগেই করিম ভাল রেফারিয়ের পক্ষে সওয়াল করে গেলেন।

Updated By: Mar 16, 2013, 09:23 PM IST

বড়ম্যাচের আগে রেফারিং নিয়ে মনস্তাতিক লড়াই শুরু করে দিলেন মোহনবাগান কোচ। বিপক্ষ দল চলতি মরসুমে এগারোটা পেনাল্টি পেয়েছে। উল্টোদিকে মোহনবাগান শিবিরের দাবি, শিল্ডে তারা বারবারই খারাপ রেফারিংয়ের শিকার হয়েছেন। সাপ্রিসা ম্যাচে ওডাফাকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি আগের বড়ম্যাচে টোলগের শট ওপারার হাতে লাগা সত্বেও পেনাল্টি দেওয়া হয়নি বলে দাবি মোহনবাগান শিবিরের। তাই ম্যাচের আগেই করিম ভাল রেফারিয়ের পক্ষে সওয়াল করে গেলেন।
 
এদিকে নয়ই ফেব্রুয়ারির ডার্বির মতই রবিবারের ডার্বিতেও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ফিফা রেফারি সন্তোষ কুমারই।
নবিকে পাওয়া যাবে না , তবু হাসি চওড়া হচ্ছে করিমের৷ কেন ? ডেনসন দেবদাস ফিট হয়ে গিয়েছেন যে৷ যুবভারতীতে দাঁড়িয়েই করিম বললেন , ‘১২০ মিনিট খেলার মতো ফিট ডেনসন৷ টোলগের ফেরাটাও স্বস্তি দিচ্ছে৷ ’ডেনসনকে পেয়েই ৪ -৩ -৩ স্ট্র্যাটেজির পালে হাওয়া লেগেছে৷ ফিট টোলগে সম্ভবত নেই টোলগের প্রথম এগারোয়৷ বদলে ফরোয়ার্ড লাইনে ওডাফার দুই উইং মনীশ ভার্গব আর সাবিথ৷ তবে মনীশের কাজটা রোমিং৷
নীচে নেমে মাঝমাঠকেও সাহায্য করতে হব পাঞ্জাবের এই তরুণকে৷ দরকার পড়লে খেলার মাঝেই ছক বদলে হয়ে যেতে পারে ৪ -৪ -২৷ তখনই লেফট হাফে চলে আসবেন মনীশ ভার্গব৷ শিল্ডে এ ভাবেই ঘুঁটি সাজিয়ে সাফল্য পেয়েছেন করিম৷ মরসুমের তিন নম্বর বড় ম্যাচে সেই থিম বদলানোর সম্ভাবনা কম৷

.