কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে কিংফিশার

আন্তর্জাতিক উড়ান পরিষেবায় কোপের পর এবার কর্মী ছাঁটাই! সূত্রে খবর আর্থিক সঙ্কটে বিপর্যস্ত কিংফিশার এয়ারলায়েন্স কর্তৃপক্ষ এবার এমনই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে।

Updated By: Mar 26, 2012, 02:19 PM IST

আন্তর্জাতিক উড়ান পরিষেবায় কোপের পর এবার কর্মী ছাঁটাই! সূত্রে খবর আর্থিক সঙ্কটে বিপর্যস্ত কিংফিশার এয়ারলায়েন্স কর্তৃপক্ষ এবার এমনই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে। সোমবার সকালেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং উড়ান পরিষেবা চালু রাখার জন্য সমস্ত রকম বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিলেন বিজয় মালিয়ার বিমান সংস্থাকে। শুধু বকেয়া মেটানোই নয়, কিংফিশার কর্তৃপক্ষ যে ভাবে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ-কে যথাসময়ে অবহিত না করেই উড়ান সূচিতে রদবদল ঘটাচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অজিত সিং।
প্রসঙ্গত, রবিবার কিংফিশার কর্তৃপক্ষ করের মধ্যে চলতি মাসের মধ্যে বকেয়া ৭৬ কোটি টাকা পরিষেবা করের মধ্যে ১০ কোটি টাকা মিটিয়ে দিতে সম্মত হয়েছিল। কিন্তু পরে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস)-এর চেয়ারম্যান এস কে গোয়েলের কাছে কিংফিশার-কর্ণধার বিজয় মালিয়া চলতি মাসের মধ্যে মাত্র ৫ কোটি টাকার বকেয়া কর দিতে সম্মত হন। কিন্তু এর পর বিমান পরিবহণমন্ত্রী কড়া বার্তার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে বৈঠক করে সংস্থার অন্তত ৫০ শতাংশ কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিংফিশার এয়ারলায়েন্সের পরিচালন পর্ষদ। যদিও এখনও পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

.