ইডেনে নাইট সংবর্ধনা: বাইরে চরম বিশৃঙ্খলা-লাঠিচার্জ,ভিতরে জলসা। শহরে পা দিলেন শাহরুখ। চলছে 'নাইটহুড'পর্ব-LIVE UPDATE

আজ নাইট রাইডার্সের আইপিএল জয়ের উচ্ছ্বাসে মাততে চলছে তিলোত্তমা কলকাতা। ইডেন গার্ডেন্সে গৌতম গম্ভীরদের নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার আর সিএবি।

Updated By: Jun 3, 2014, 04:14 PM IST

---------------------
বিকেল ৪.১০-- কেক কাটছেন শাহরুখ , গৌতম গম্ভীর

বিকেল ৪.০৩- ইডেনে ঢুকলেন শাহরুখ খান

বিকেল ৪.০০-- এরপর থেকে কেকেআরের সংবর্ধনা হবে ব্রিগেড গ্রাউন্ডে, বললেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৩.৩৪-ইডেনে পোঁছলেন মুখ্যমন্ত্রী।

দুপুর ৩.১৫-বিশেষ বিমানে কলকাতায় এলেন শাহরুখ খান। কিং খান যাচ্ছেন ইডেনের উদ্দেশ্যে

দুপুর ৩টা- বিকাল ৪টের মধ্যে হয়তো ইডেনে আসতে পারবেন না নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। সবাই অপেক্ষায় কিং খানের।

২টা ৫২- ইডেনের বাইরে ভিআইপি প্রবেশপথে চরম বিশৃঙ্খলা। ভিড় সামলাতে পুলিসের লাঠি চার্জ। আহত এক শিশু সহ বেশ কিছু মানুষ। আহত হয়েছেন দুই পুলিসকর্মী।

২টা ৫০- ইডেনে শুরু হয়ে গেছে বিচিত্রানুষ্ঠান। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ, শ্রাবন্তী, সোহম, রুদ্রনীল। রয়েছেন ছোটপর্দার বহু তারকা। উপস্থিত রয়েছেন উষা উত্থুপ, অনীক সহ আরও অনেক সঙ্গীত শিল্পীরা।

২টা ১৮- ইডেনে পৌঁছে গেল টিম বাস।

২টা- ইডেনের পথে রওনা দিল নাইটদের টিম বাস।

১টা ৫৬--টিম বাস রওনা হল ইডেনের দিকে

১টা ৪৭--ইডেন অনুষ্ঠানে শাহরুখের থাকা নিয়ে সংশয়। ৪টের আগে পৌঁছানো সম্ভব নয় মনে করা হচ্ছে।

১টা ৪০-- হাতে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ইডেনে ঢুকতে পারছেনা অসংখ্য মানুষ। ইডেনের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। চরম বিশৃঙ্খলা সৃষ্টি ইডেন চত্বরে।

১টা ২৩- কয়েকটি গেট খুলে দেওয়া হল। ফের কয়েকজন কে আসতে আসতে ইডেনে দর্শক ঢোকানো শুরু।

১টা ১৪- পাস পাওয়া সত্ত্বেও ঢুকতে না পারার অভিযোগ আনলেন বহু মানুষ। ভেঙে পড়ল ব্যারিকেড।

১টা- ভিড়ের চাপে ইডেনের বাইরে বিশৃঙ্খলা। ক্রীড়ামন্ত্রীর সামনেই পুলিসের লাঠি চার্জে আহত এক।

১২টা ৩৮-- শুরু হয়ে গেল নাইট সংবর্ধনা অনুষ্ঠান। ঊষা উত্থুপের গান দিয়ে শুরু...করব লড়ব জিতব রে....

১২টা ০৫--

১১টা ৫৭-- প্রত্যেক ক্রিকেটারকে এক ভরির সোনার আংটি দিচ্ছে সিএবি। রাজ্য দিচ্ছে স্যুট, টাই, মুখ্যমন্ত্রীর পছন্দের রঙের নীল-সাদা শার্ট। সঙ্গে থাকছে উত্তরীয়, মিষ্টি।

সকাল ১১-৪০ :: নির্দিষ্ট সময়ের আগেই খুলে গেল ইডেনের গেট। ৬৪ হাজার পাস ইস্যু করা হয়েছিল। ভিড়ের চাপে খুলে দেওয়া হয় ইডেন গেট।

সকাল ১১-২০:: ২৪ ঘণ্টাও এই জমকালো সংবর্ধনার প্রতি মুহূর্তের খবর নিয়ে আসছে আপনার মনের দোরগোড়ায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করাবেন নাইটদের। অবিকল ইডেন গার্ডেন্সের রেপ্লিকা এই সন্দেশ কেমন নিজেই দেখে নিন

সকাল ১১-১৫::
শাহরুখ খান আর কিছুক্ষণের মধ্যে শহরে আসতে চলছেন।

আজ নাইট রাইডার্সের আইপিএল জয়ের উচ্ছ্বাসে মাততে চলছে তিলোত্তমা কলকাতা। কাল ইডেন গার্ডেন্সে গৌতম গম্ভীরদের নাগরিক সম্ভাবনা দেবে রাজ্য সরকার আর সিএবি। এক ঘণ্টার অনুষ্ঠানে বাড়তি পাওনা হতে চলেছে কিং খানের উপস্থিতি।

.