উত্তুরে হাওয়ার কামড়ে কলকাতা কিছুটা কাঁপছে, রাতে আরও ঠাণ্ডা পড়বে

উত্তুরে হাওয়ার দাপটে শীতের কামড় বাড়ল কলকাতায়। সকাল থেকে হিমেল হাওয়ার কারণে ঠান্ডার ভাব বেড়েছে। উত্তুরে হাওয়ার সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ ভারত থেকে আসা পূবালি হাওয়া। দুইয়ের প্রভাবে শীত বেশি অনুভূত হচ্ছে।

Updated By: Jan 15, 2014, 10:22 AM IST

উত্তুরে হাওয়ার দাপটে শীতের কামড় বাড়ল কলকাতায়। সকাল থেকে হিমেল হাওয়ার কারণে ঠান্ডার ভাব বেড়েছে। উত্তুরে হাওয়ার সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ ভারত থেকে আসা পূবালি হাওয়া। দুইয়ের প্রভাবে শীত বেশি অনুভূত হচ্ছে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তখন আরও একটু কমবে তাপমাত্রা।

গতকালও শীতের দাপট বেশ ছিল। রাতের দিকে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়ে। ঠান্ড‍া পড়তেই রাজ্য আবার পিকনিকের মুডে। চিড়িয়াখান, ভিক্টোরিয়াতেও ভিড় বাড়ছে। পিঠে খেতে খেতে অল্প রোদে বাঙালি এখন গা সেঁকে বেশ আরাম পাচ্ছে।

.