ইস্ট-ওয়েস্ট মেট্রোর জমি অধিগ্রহণ প্রক্রিয়া খারিজ করল হাইকোর্ট

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বাস্তবায়নে বড়সড় ধাক্কা। সময়মত পুনর্বাসন না দেওয়ায় জমি অধিগ্রহণের একটি নোটিসকেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Updated By: Sep 11, 2012, 06:35 PM IST

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বাস্তবায়নে বড়সড় ধাক্কা। সময়মত পুনর্বাসন না দেওয়ায় জমি অধিগ্রহণের একটি নোটিসকেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বউবাজার সংলগ্ন অঞ্চলে দু`একর জমি অধিগ্রহণ করা হয় ২০০৯ সালে। অধিগৃহীত জমিতে ভাড়াটের সংখ্যা ৭০।  ক্ষতিগ্রস্তের সংখ্যা  ২০০০ জন। নিয়ম অনুযায়ী অধিগৃহীত জমিতে দু`বছরের মধ্যে পুনর্বাসন না দিলে আইনি জটিলতা তৈরি হতে পারে। সেই যুক্তিতেই জমি অধিগ্রহণের নোটিসটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
১৫ দিনের মধ্যে অধিগৃহীত জমি ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নাহলে, বর্তমান বাজার-দরে ওই জমির দাম মিটিয়ে দিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। এই জটিলতার জেরে বউবাজারে স্টেশন না হলে ফের রুট পরিবর্তন করতে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।  

.