ভরা আদালতে কুণাল ঘোষের বোমা

ভরা আদালতে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। নাম না করে রাজ্যের এক মন্ত্রীর গ্রেফতারির দাবি জানালেন কুণাল। আজ কুণাল ঘোষ,দেবযানী মুখার্জি সুদীপ্ত সেনকে সিবিআই আলিপুর আদালতে পেশ করে। অভিযুক্তরা জামিনের আবেদন করলেও আদালত তিনজনকেই সাত জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।সিবিআই হেফজাতে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথম কুণাল ঘোষ ও সুদাপ্ত সেনের জামিনের আদেবন করে তাদের আইনজীবীরা। সিবিআই পক্ষের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। শুনানি চলাকালীন বিচারক হারাধন মুখোপাধ্যায় বলেন এই কেলেঙ্কারিতে বহু মানুষ আত্মহত্যা করেছেন। সেই কথার সূত্র ধরেই বলার অনুমতি চান কুণাল ঘোষ ।

Updated By: Jun 26, 2014, 06:46 PM IST

ভরা আদালতে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। নাম না করে রাজ্যের এক মন্ত্রীর গ্রেফতারির দাবি জানালেন কুণাল। আজ কুণাল ঘোষ,দেবযানী মুখার্জি সুদীপ্ত সেনকে সিবিআই আলিপুর আদালতে পেশ করে। অভিযুক্তরা জামিনের আবেদন করলেও আদালত তিনজনকেই সাত জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।সিবিআই হেফজাতে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথম কুণাল ঘোষ ও সুদাপ্ত সেনের জামিনের আদেবন করে তাদের আইনজীবীরা। সিবিআই পক্ষের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। শুনানি চলাকালীন বিচারক হারাধন মুখোপাধ্যায় বলেন এই কেলেঙ্কারিতে বহু মানুষ আত্মহত্যা করেছেন। সেই কথার সূত্র ধরেই বলার অনুমতি চান কুণাল ঘোষ ।

বিচারককে কুণাল বলেন ``আপনি সত্যি কথাই বলেছেন। বহু এজেন্ট ও লগ্নীকারী আত্মহত্যা করেছে। আমি কিন্তু কোনও এজেন্টদের মিটিংয়ে ছিলাম না। যাঁরা এজেন্টদের মিটিংয়ে বক্তৃতা করেছেন তাদের বিচারক কেন ডেকে পাঠাছেন না। বা গ্রেফতারের নির্দেশ দিচ্ছেন না।``

কুণাল ঘোষ এরআগেও এভাবেই রাজ্যের এক মন্ত্রীর গ্রেফতারের দাবি তুলেছিলেন। যে মন্ত্রী সারদার একাধিক এজেন্ট মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং লগ্নীতে উত্‍সাহিত করেছেন। বৃহস্পতিবারও নাম না করে সেই মন্ত্রীর গ্রেফতারের দাবি জানান।এদিন অভিযুক্তদের করা জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

সিবিআইয়ের দাবি এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু নথির হদিস মিলেছে। অভিযুক্তরা জামিন পেলে সেই নথি লোপাটের সম্ভাবনা রযেছে।

.