লোকসভার নেতা, মেয়াদে শীর্ষে ইন্দিরা

প্রধানমন্ত্রী মনমোহন লোকসভার সদস্য না হওয়ায়, এবারও সংসদের নিম্নকক্ষে সরকারকে নেতৃত্ব দেবেন অন্য কেউ। স্বাধীনতার পর থেকে  এখনও পর্যন্ত সবচেয়ে বেশিদিন লোকসভার নেতৃত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। সবচেয়ে কম দিন নেতা হিসেবে কাটিয়েছিলেন, চৌধুরি চরণ সিং।

Updated By: Jul 18, 2012, 12:55 PM IST

প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতিতে লোকসভায় সরকারকে নেতৃত্ব দেবেন কে? দৌড়ে রয়েছেন ২ জন- বিদ্যুত্‍মন্ত্রী সুশীলকুমার শিন্ডে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। তামিলনাড়ুর শিবগঙ্গার কংগ্রেস সাংসদ চিদম্বরম লোকসভার নেতা মনোনীত হলে তিনিই হবেন সেই পদে পি ভি নরসিংহ রাওয়ের পর দ্বিতীয় দক্ষিণ ভারতীয় নেতা।
প্রধানমন্ত্রী মনমোহন লোকসভার সদস্য না হওয়ায়, এবারও সংসদের নিম্নকক্ষে সরকারকে নেতৃত্ব দেবেন অন্য কেউ। স্বাধীনতার পর থেকে  এখনও পর্যন্ত সবচেয়ে বেশিদিন লোকসভার নেতৃত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। সবচেয়ে কম দিন নেতা হিসেবে কাটিয়েছিলেন, চৌধুরি চরণ সিং।
ইন্দিরা গান্ধী লোকসভার নেত্রী ছিলেন ৫,২৮২ দিন। তাঁর পিতা জওহরলাল নেহরু লোকসভার নেতা ছিলেন ৪,৪৩৫ দিন। প্রণব মুখোপাধ্যায় লোকসভার নেতা হিসেবে কাটিয়েছেন ২,৯১৯। অটলবিহারী বাজপেয়ী লোকসভার নেতা হিসেবে কাটিয়েছেন ১,৯৯৫ দিন। রাজীব গান্ধী লোকসভার নেতা ছিলেন ১,৮৫৩। এই পদে পি ভি নরসীমা রাওয়ের মেয়াদ ছিল ১,৬১৭ দিন।

দেশের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরাজজি দেশাই ৮৫৬ দিন কাটিয়েছেন সংসদের নিম্নকক্ষের নেতার পদে। ভিপি সিং লোকসভার নেতা ছিলেন ৩৪২ দিন। চন্দ্রশেখর লোকসভার নেতা ছিলেন ১২৩ দিন। জওহরলাল নেহরু ও লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দু`দফায় গুলজারিলাল নন্দ লোকসভার নেতা ছিলেন ২৬ দিন। চরণ সিং লোকসভার নেতা ছিলেন ২৫ দিন।
প্রণববাবুর মতোই প্রধানমন্ত্রী না হয়ে লোকসভার নেতা হিসেবে রামবিলাস পাসোয়ান ৫৪৮ দিন, সত্যানারায়ণ সিংহ ৪০৩ দিন, অর্জুন সিং ১৪৯ দিন দায়িত্ব পালন করেছেন। আর প্রধানমন্ত্রী না হয়ে লোকসভার নেতা হিসেবে দু`দফায় ২,৯১৯ দিন দায়িত্ব সামলানোর রেকর্ড গড়েছেন রাইসিনার দৌড়ে নামা কীর্ণাহারের নেতা।

.