জাপানে ছুটছে লিয়েন্ডার এক্সপ্রেস, সানিয়ার হার

জাপানে লিয়েন্ডার এক্সপ্রেস দারুণ ছুটছে। জাপান ওপেনের ডাবলসে ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। টোকিওয়ে শীর্ষ বাছাই লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি সেমিফাইনালে সহজ জয় পেলেন।

Updated By: Oct 6, 2012, 06:19 PM IST

জাপানে লিয়েন্ডার এক্সপ্রেস দারুণ ছুটছে। জাপান ওপেনের ডাবলসে ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। টোকিওয়ে শীর্ষ বাছাই লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি সেমিফাইনালে সহজ জয় পেলেন। ফাইনালে ওঠার ম্যাচে লিয়েন্ডার-স্টেপানেক ৬-৩, ৬-৩ হারালেন ড্যানিয়েল ব্রাসসিয়ালি-ফ্র্যানটিসেক সারমাক জুটিকে। এই মরশুমে পেজ তিনটে খেতাব জিতেছেন। তাঁর মধ্যে দুটি স্টেপানেকের সঙ্গে।
গোটা ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেন ইন্দো-চেক জুটি। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লিয়েন্ডারদের। দ্বিতীয় সেটে ইন্দো-চেক জুটির আক্রমণাত্মক টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি ড্যানিয়েলরা। লিয়েন্ডার-স্টেপানেক জুটির পক্ষে খেলার ফল ৬-৩,৬-১। চলতি মরসুমে স্টেপানেককে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন আর মিয়ামি মাস্টার্স জিতেছেন লিয়েন্ডার।
তবে হার দিয়ে ২০১২ টেনিস মরসুম শেষ করলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চাইনা ওপেনের ফাইনালে নুরিয়ার সঙ্গে জুটি বেঁধে হেরে গেলেন সানিয়া। শনিবার রাশিয়ান জুটির কাছে স্ট্রেট সেটে হেরে যায় ইন্দো-স্প্যানিশ জুটি। সানিয়াদের বিপক্ষে খেলার ফল ৫-৭,৫-৭। গোটা ম্যাচে ১৩টি ব্রেক পয়েন্ট পেয়েছিলেন সানিয়ারা। কিন্তু সঠিক ভাবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তাঁরা। অবশেষে এক ঘন্টা ছত্রিশ মিনিটে ম্যাচ হেরে যান সানিয়া-নুরিয়া জুটি।

.