জেলাভিত্তিক LIVE UPDATE- উত্তর ২৪ পরগনা

রাজ্যের সাত জেলার ১৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ভোট চলছে উত্তর ২৪ পরগনার ৫টি কেন্দ্রে-দমদম, বারাকপুর, বারাসত, বসিরহাট ও বনগাঁয়। এইসব কেন্দ্রে প্রার্থী কারা-

Updated By: May 12, 2014, 03:50 PM IST

রাজ্যের সাত জেলার ১৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ভোট চলছে উত্তর ২৪ পরগনার ৫টি কেন্দ্রে-দমদম, বারাকপুর, বারাসত, বসিরহাট ও বনগাঁয়। এইসব কেন্দ্রে প্রার্থী কারা-

দমদম-সৌগত রায়-তৃণমূল কংগ্রেস
অসীম দাশগুপ্ত-সিপিআইএম
তপন সিকদার-বিজেপি
ধনঞ্জয় মৈত্র-কংগ্রেস

বারাসত-ডা. কাকলি ঘোষ দস্তিদার-তৃণমূল কংগ্রেস
মোর্তাজা হোসেন-ফরওয়ার্ড ব্লক
ঋজু ঘোষাল-কংগ্রেস
পি.সি.সরকার-বিজেপি

বারাকপুর-দীনেশ ত্রিবেদী-তৃণমূল কংগ্রেস
সুভাষিনী আলি-সিপিআইএম
সম্রাট তপাদার-কংগ্রেস
আর কে হন্ডা-বিজেপি

বসিরহাট-ইদ্রিস আলি-তৃণমূল কংগ্রেস
নুরুল হুদা-সিপিআই
বিজেপি-শমীক ভট্টাচার্য
কংগ্রেস-কাজি আবদুল রহিম

বনগাঁ- কপিলকৃষ্ণ ঠাকুর-তৃণমূল কংগ্রেস
দেবেশ দাস-সিপিআইএম
ইলা মণ্ডল-কংগ্রেস
কে ডি বিশ্বাস-বিজেপি
-------------------------------------------------------------------------------------------------------------

আজ যে ১৭টি কেন্দ্রে ভোট চলছে গত লোকসভা নির্বাচনে তাঁর মধ্যে ১৬টি কেন্দ্রেই জিতেছিল তৃণমূল। একটি আসনে জিতেছিল কংগ্রেস। বামফ্রন্ট কোনও আসন পায়নি

দুপুর ১২.৩০টা- সল্টলেকে হেনস্থার শিকার হলেন বারাসতের বিজেপি প্রার্থী পিসি সরকার। বুথে ঢুকতে গেলে বাধা পান তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। সল্টলেকের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে ভোট কেমন হচ্ছে দেখতে যান পিসি সরকার। ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মিনু চক্রবর্তীর নেতৃত্বে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিসের সামনেই পিসি সরকারকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। বাধা পেয়ে ফিরে যান বারাসতের বিজেপি প্রার্থী। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারের দাবি দলের তরফে বিক্ষোভ দেখানো হয়নি। বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ ভোটাররা।

সকাল ১১.২০- দত্তপুকুরে আক্রান্ত হলেন এসএফআই নেতা। গরম তেলের কড়াইয়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ১০টা- কেন্দ্র দমদম- ঘোলার নাটাগড়ের বুথে অন্তঃসত্ত্বা সোমা সরকারকে ব্যাপক মারধর করা হল। আক্রান্ত হলেন স্বাতী সরকার, গোপাল সরকার।

সকাল ৯.১৫টা- শক্তিপুরের নারকেলবেড়িয়ায় গড়দোয়ারার ১৭৬ নম্বর বুথে কংগ্রেসকে ভোট দেওয়ায় তিন কংগ্রেস কর্মীকে মারধর।

সকলা ৯.১৫টা- কেন্দ্র বসিরহাট-হাড়োয়ার ব্রাহ্মণচকে ভোটারদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন চারজন। নাম টোটোন মণ্ডল, ক্ষিতীশ নস্কর, রুমা মণ্ডল, বেহুলা মণ্ডল প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তিনজন হাড়োয়া হাসপাতালে ভর্তি। ভোজালি-চপারের আঘাতে আহত আরও ষোলোজন হাসপাতালে চিকিত্সাধীন। মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডলের উপস্থিতিতে গুলি চালানো হয় বলে অভিযোগ।

সকাল ৯টা- কেন্দ্র বারাকপুর- টিটাগড় লালবাহাদুর শাস্ত্রী স্কুলের বুথে সিপিআইএম এজেন্ট শুভেন্দু ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ শুভেন্দু ঘোষকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।

সকাল ৯.১৫টা- কেন্দ্র বসিরহাট-হাড়োয়ার ব্রাহ্মণচকে ভোটারদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন চারজন। নাম টোটোন মণ্ডল, ক্ষিতীশ নস্কর, রুমা মণ্ডল, বেহুলা মণ্ডল প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তিনজন হাড়োয়া হাসপাতালে ভর্তি। ভোজালি-চপারের আঘাতে আহত আরও ষোলোজন হাসপাতালে চিকিত্সাধীন। মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডলের উপস্থিতিতে গুলি চালানো হয় বলে অভিযোগ।

সকাল ৯টা- কেন্দ্র বারাকপুর- টিটাগড় লালবাহাদুর শাস্ত্রী স্কুলের বুথে সিপিআইএম এজেন্ট শুভেন্দু ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ শুভেন্দু ঘোষকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।

সকাল ৭.৩০টা- কেন্দ্র বারাকপুর- বারাকপুর কেন্দ্রের টিটাগড় লালবাহাদুর শাস্ত্রী স্কুলের বুথে সিপিআইএম এজেন্ট শুভেন্দু ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ শুভেন্দু ঘোষকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।

কেন্দ্র বসিরহাট- ভোট শুরু হতেই উত্তেজনা বসিরহাটে। হাড়োয়ার ব্রাহ্মণচকে গুলিবিদ্ধ হলেন সঞ্জন মণ্ডল নামে এক ভোটার। তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা ভোট দিতে বাধা দেয় বলে অভিযোগ। এরপরই চলে গুলি। লাঠিতে আহত হয়েছেন আরও চারজন। প্রত্যেকেই হাসপাতালে ভর্তি। ঘটনার সময় পুলিস কার্যত নিষ্ক্রীয় ছিল বলে অভিযোগ উঠেছে।

সকাল ৭টা- সন্ত্রাসের আবহেই ভোট শুরু।

.