কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: পুরুলিয়া

রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। পুরুলিয়ার LIVE UPDATE-

Updated By: May 7, 2014, 03:11 PM IST

রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। পুরুলিয়ার LIVE UPDATE-

এই কেন্দ্রে লড়ছেন কারা-

মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল কংগ্রেস)
নরহরি মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
নেপাল মাহাতো (কংগ্রেস)
বিকাশ ব্যানার্জি (বিজেপি)

দুপুর ১.১৫টা-দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার-৬১.৬২ শতাংশ। পুরুলিয়া-৬৩.৬৩ শতাংশ। বাঁকুড়া-৬১.৩৬ শতাংশ।

সকাল ১১.১৫টা- সকাল ১১টা পর্যন্ত ভোটের হার-পুরুলিয়া-৪৬.২৫ শতাংশ।

সকাল ৯.২০টা-- সকাল ৯টা পর্যন্ত ভোটের হার-- পুরুলিয়া-২৪ শতাংশ।

সকাল ৯.৩৫টা- বয়সটা একশো অতিক্রম করেছে অনেক আগেই। তবে বয়স ভোটদানে বাধা নয় পুরুলিয়ার ব্রজকিশোর চৌধুরীর। ১০৪ বছর বয়সেও পুরুলিয়ার গভর্নমেন্ট হাইস্কুলের বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তিনি। (ছবিতে)

সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন৷ ভোট ঘিরে কড়া নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷

সকাল ৬টা- ভোট শুরু পুরুলিয়ায়।

.