কন্ঠ নয়, অঙ্গসাজে লোপামুদ্রার 'নিউ কালেকশন' প্রথা বুটিক

এবার আর কোন বুটিক উদ্বোধন নয়। সরাসরি নিজের বুটিক খুললেন শিল্পী লোপামুদ্রা মিত্র। নাম প্রথা। যেখানে রয়েছে বিভিন্ন রাজ্যের শাড়ির সম্ভার। পাওয়া যাবে হালফ্যাশনের গয়নাগাটিও।

Updated By: Aug 28, 2015, 08:14 PM IST
কন্ঠ নয়, অঙ্গসাজে লোপামুদ্রার 'নিউ কালেকশন' প্রথা বুটিক

ওয়েব ডেস্ক: এবার আর কোন বুটিক উদ্বোধন নয়। সরাসরি নিজের বুটিক খুললেন শিল্পী লোপামুদ্রা মিত্র। নাম প্রথা। যেখানে রয়েছে বিভিন্ন রাজ্যের শাড়ির সম্ভার। পাওয়া যাবে হালফ্যাশনের গয়নাগাটিও।

লোপামুদ্রা মিত্র। আলাদা করে কোনও পরিচয় দিতে হয় না তাঁর। তাঁর নিজস্ব ব্যক্তিত্বে তিনি অনন্যা। এবার সেই ব্যক্তিত্বের পরিচয় পাওয়া গেল তাঁর আর এক সৃষ্টিতে। নতুন এক বুটিক খুললেন তিনি। নাম প্রথা। আর এই বুটিকের উদ্বোধনে উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, শ্রাবণী সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, অনিরুদ্ধ চাকলাদার সহ আরও অনেকে।

ইক্কত, কাঞ্জিভরম, গাদোয়াল, তসর থেকে শুরু নানান ধরনের এথনিক শাড়ির সম্ভার প্রথা। রয়েছে হাল ফ্যাশনের গয়নার কালেকশন। লোপার এই নতুন সত্ত্বা দেখে বেশ উচ্ছ্বসিত জয় সরকার। বিভিন্ন রাজ্যের হ্যান্ডলুম  শাড়ি ও গয়নাও পাওয়া যাবে এই বুটিকে।

 

.