নিখোঁজ বিমান MH-370-র ধ্বংসাবশেষ অন্ধ্র উপকূলে?

বিকেল ৪টে নাগাদ হঠাতই এল খবর। অন্ধ্র উপকূলে নাকি পাওয়া গেছে নিখোঁজ মালয়েশিয়ান বিমান MH-370র ধ্বংসাবশেষ। একটি তেলুগু সংবাদ চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী অন্ধ্র উপকূলে পাওয়া গেছে এমন কিছু ধ্বংসাবশেষ যা নিখোঁজ বিমানের অংশ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Updated By: Mar 19, 2014, 07:31 PM IST

বিকেল ৪টে নাগাদ হঠাতই এল খবর। অন্ধ্র উপকূলে নাকি পাওয়া গেছে নিখোঁজ মালয়েশিয়ান বিমান MH-370র ধ্বংসাবশেষ। একটি তেলুগু সংবাদ চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী অন্ধ্র উপকূলে পাওয়া গেছে এমন কিছু ধ্বংসাবশেষ যা নিখোঁজ বিমানের অংশ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বুধবারই অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিয়টি জানায় অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সীমাবদ্ধ করা হয়েছে বিমানের খোঁজ। এদিন কুয়ালালামপুরে মিডিয়া অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন চিনা যাত্রীদের আত্মীয়রা। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী হিসামুদ্দিন হুসেন জানিয়েছেন, নিখোঁজ বিমানের পাইলটের বাড়ি থেকে উদ্ধার হওয়া সিমিউলেটর থেকে কিছু তথ্য উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ফরেনসিক বিশেষজ্ঞরা তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গেই মালদ্বীপের আকাশে বিমান দেখা যাওয়ার খবরও উড়িয়ে দিয়েছেন হুসেন।

বুধবার থেকে নিখোঁজ বিমানের খোঁজে নেমেছে আরব আমিরশাহীও। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হং লেই জানিয়েছেন, চিনের আকাশে বিমান কখনই দেখা যায়নি।

.