ফেসবুকে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ বিলের সমালোচনায় মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ বিলের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে নিজের প্রোফাইলে আজ মুখ্যমন্ত্রী বিল নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Nov 30, 2013, 09:25 PM IST

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ বিলের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে নিজের প্রোফাইলে আজ মুখ্যমন্ত্রী বিল নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী লিখেছেন, সাধারণ নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হবে কয়েকমাসের মধ্যেই। তার ঠিক আগে কেন্দ্রের এই বিল নিয়ে আসা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে সম্পূর্ণ অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে বর্ণনা করেছেন মমতা।

.