শিল্প সম্মেলন, নাকি শিল্পী সম্মেলন?

রাজ্যে পুঁজি টানার লক্ষ্যে কাল বাণিজ্য নগরীতে শিল্প সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানানো হলেও এখনও সাড়া মেলেনি প্রথম সারির শিল্পপতিদের কাছ থেকে। রাজ্য থেকে এখনও পর্যন্ত নিশ্চিত মাত্র চারজন শিল্পপতি। তবে সম্মেলনের আকর্ষণ বাড়াতে পারেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, বাপী লাহিড়িরা। শেষ পর্যন্ত মুম্বইয়ে কী দেখতে পাবেন রাজ্যবাসী ? শিল্প সম্মেলন নাকি শিল্পী সম্মলেন? এনিয়ে শুরু হয়েছে জল্পনা।

Updated By: Jul 31, 2013, 11:47 PM IST

রাজ্যে পুঁজি টানার লক্ষ্যে কাল বাণিজ্য নগরীতে শিল্প সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।  আমন্ত্রণ জানানো হলেও এখনও সাড়া মেলেনি প্রথম সারির শিল্পপতিদের কাছ থেকে। রাজ্য থেকে এখনও পর্যন্ত নিশ্চিত মাত্র চারজন শিল্পপতি। তবে সম্মেলনের আকর্ষণ বাড়াতে পারেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, বাপী লাহিড়িরা। শেষ পর্যন্ত মুম্বইয়ে কী দেখতে পাবেন রাজ্যবাসী ? শিল্প সম্মেলন নাকি শিল্পী সম্মলেন? এনিয়ে শুরু হয়েছে জল্পনা।
মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানেই আগামিকাল বসছে রাজ্যের শিল্প সম্মেলন। এর আগের শিল্প সম্মেলন হয়েছিল হলদিয়ায়। ডাকা হয়েছিল রাজ্য এবং দেশের প্রথম সারির শিল্পপতিদের।  তেমন কোনও বড় বিনিয়োগের প্রতিশ্রুতিও আসেনি। তবে একলা চলার ডাক দিয়েছিলেন এক শিল্পপতি। এবারের শিল্প সম্মেলন বাণিজ্য নগরীতে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
 
আরব সাগরের পাড়ে বাণিজ্য নগরে এখন সাজো সাজো রব। কিন্তু সাড়ম্বর আয়োজনেই কি আসবে বিনিয়োগ? রাজ্যের শিল্পনীতিতে এখনও বড় শিল্পের জমি নিয়ে কোনও সমাধান সূত্র নেই। সেকারণে কাটেনি বিনিয়োগের খরা। সম্মেলনে দেশ-বিদেশের পঁয়ষট্টিটি সংস্থাকে অংশ নেওযার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে সাইরাস মিস্ত্রি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, মধুর বাজাজ, বাবা কল্যানী সহ নব্বই জন শিল্পপতির নাম। তবে এখনও পর্যন্ত সাড়া দেয়নি বড় কোনও শিল্প গোষ্ঠী। এ রাজ্য থেকে সাড়া দিয়েছেন মাত্র চারজন। এরা হলেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া এবং এপিজে গোষ্ঠীর কর্ণধার। শিল্পমহলের তরফে আগ্রহ, উত্‍সাহের যখন এই দশা,  তখন আগ্রহ তৈরি করা হচ্ছে অন্যদিক থেকে। সম্মেলনে ডাকা হয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, বাপি লাহিড়ী, শান, অভিজিত্, বাবুল সুপ্রিয়কে। আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীকান্ত  মোহতাকেও। তবে কি শিল্পপতিদের অভাব মেটানো হবে শিল্পীদের দিয়ে? শিল্প সম্মেলন কি হয়ে উঠবে শিল্পী সম্মেলন ?
 
 
 
 

.