চেলসির উত্থান; পরাজয় রুনিদের

আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল চেলসি। ইউরোপের সেরা চেলসি ২-১ গোলে হারাল আর্সেনালকে।

Updated By: Sep 29, 2012, 10:49 PM IST

আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল চেলসি। ইউরোপের সেরা চেলসি ২-১ গোলে হারাল আর্সেনালকে।
আর্সেনালের ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় চেলসি। ৪২ মিনিটে গেরভিনহোর গোলে সমতায় ফেরে আর্সেনাল। বিরতির পর জুয়ান মাতার গোলে ফের এগিয়ে যায় চেলসি। সেই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় নীল বাহিনীর।অন্যদিকেইংলিশ প্রিমিয়ার লিগে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটসপারের কাছে ২-৩ গোলে হেরে গেলেন ওয়েন রুনিরা। ২৩ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জিতল টটেনহ্যাম।
খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই জ্যানের গোলে এগিয়ে যায় আন্দ্রে ভিলাস বোয়াসের টটেনহ্যাম। আধঘণ্টার মধ্যেই স্কোরলাইন ২-০ করেন গ্যারেথ ব্যালে। বিরতিতে পরিবর্ত হিসাবে ওযেন রুনিকে মাঠে নামান অ্যালেক্স ফার্গুসন। রুনির পাস থেকেই ম্যান ইউয়ের হয়ে ব্যবধান কমান নানি। কিন্তু ডেম্পসির গোল ফের ফ্রন্টফুটে এনে দেয় টটেনহ্যামকে। মাইকেল ক্যারিকের পাস থেকে গোল করে ম্যাচ জমিয়ে দেন ম্যান ইউয়ের নতুন রিক্রুট কাগাওয়া। শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপালেও আর গোলমুখ খুলতে পারেননি রুনিরা। ওয়েন রুনির দুরন্ত ফ্রিকিক পোস্টে গেলে ফিরে আসে। এই হারের পর লিগ তালিকার ৩ নম্বরে থাকল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

.