আত্মসমর্পণ করলেন মাওবাদী সদস্য প্রকাশ আচার্য

আত্মসমর্পণ করলেন মাওবাদী স্কোয়াড সদস্য প্রকাশ আচার্য। শুক্রবার সকালে লর্ড সিনহা রোডে আইজি আইবির দফতরে আত্মসমর্পণ করেন এই মাওবাদী সদস্য। তিনি জানান রাজ্যে সরকার পরিবর্তনের পর সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Oct 21, 2011, 12:54 PM IST

আত্মসমর্পণ করলেন মাওবাদী স্কোয়াড সদস্য প্রকাশ আচার্য। শুক্রবার সকালে লর্ড সিনহা রোডে আইজি আইবির দফতরে আত্মসমর্পণ করেন এই মাওবাদী সদস্য। তিনি জানান রাজ্যে সরকার পরিবর্তনের পর সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসেও সেই কথা রাখেনি। এই ব্যাপারে অভিযোগ জানাতেই তিনি বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন বলে জানান প্রকাশ আচার্য। তাঁকে জেরা করে এসটিএফ জানতে পেরেছে ইনসাস রাইফেল চালনায় পারদর্শী প্রকাশ। জঙ্গলমহলে বিভিন্ন বিস্ফোরণেও তার হাত রয়েছে। এমনকী আইইডি বিস্ফোরণ ঘটানোতেও সিদ্ধহস্ত ছিল প্রকাশ আচার্য। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রকাশ আচার্য মাওবাদী নেতা গৌতম রানার স্কোয়াডে কাজ করত। গৌতম রানা ধরা পড়ার পর, সে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।

.