`মোসিমেরাইজড`, ৩-২ গোলে জিতে গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা, হেরেও শেষ ষোলোয় নাইজিরিয়া

নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পৌছে গেল আর্জেন্টিনা। হারলেও এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটের পর্বে পৌছে গিয়েছে নাইজিরিয়াও। গ্রুপের অন্য ম্যাচে ইরনাকে ৩-১ গোলে হারালেও বিশ্বকাপ অভিযান শেষ বসনিয়ার। বিদায় নিয়েছে ইরানও।

Updated By: Jun 26, 2014, 10:45 AM IST

জ্বলে উঠলেন লিওনেল মেসি। নাইজেরিয়াকে তিন-দুই গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে জায়গা পাকা করল আর্জেন্টিনা। মেসির জোড়া গোলের পাশে নাইজেরিয়ার মুসাও করলেন দুটো গোল। হেরেও অবশ্য শেষ ষোলোয় উঠল সুপার ঈগলস।

সাম্বার দেশে লিওনেল মেসি শো অব্যাহত। গ্রুপ লিগের শেষ ম্যাচেও মেসির কাঁধে ভর করে জিতল আর্জেন্টিনা। পাঁচ গোলের টানটান উত্তেজনার ম্যাচে তিন-দুই গোলে জিতল সাবেয়া ব্রিগেড। মেসির জোড়া গোলের পাশে নাইজেরিয়ার হয়ে জোড়া গোল মুসার। পর্তো আলেগ্রের মাঠে উসেইন বোল্টের গতিতে ম্যাচ শুরু হল। তিন মিনিটে মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যেতেই চার মিনিটে মুসার প্রথম গোল শোধ। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুটো গোল হল। মেসি, ডি মারিয়াদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিলেন মুসা, মিকেলরা। বিরতির আগেই অবশ্য দুরন্ত ফ্রিকিকে ফের দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার সুপারস্টার। বিরতির পর খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের গোল মুসার। পঞ্চাশ মিনিটে ম্যারিও রোজো গোল ফের আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ম্যাচে গোলের সংখ্যা হয়তো আর বাড়েনি। তবে দুদলই বেশ কয়েকটা সুযোগ তৈরি করে। এরই মাঝে ৬৩ মিনিটে মেসি ম্যাজিক শেষ হল। পরবর্তী ম্যাচগুলোর কথা মাথায় রেখে দলের সেরা তারকাকে বাঁচিয়ে রাখলেন সাবেয়া। আর মেসি উঠতেই গোলের রাস্তা হারিয়ে ফেললেন হিগুয়াইন, লাভেজ্জিরা। গ্রুপ লিগে সব ম্যাচ জিতে নক আউটে জায়গা হয়তো পাকা হল। তবে আফ্রিকার দলটির বিরুদ্ধেও মেসি নির্ভরতা কাটিয়ে উঠতে পারল না আর্জেন্টিনা। হিগুয়াইনরা এখনও গোল পেলেন না। প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেন আগুয়েরো। নাইজেরিয়ার আক্রমণে একটা সময় অসহায় লাগছিল জাবালেতা, গারায়দের। গোলের খোঁজে আক্রমণ মেসি কেন্দ্রিক, শেষ হল ফুটবল যুবরাজকে দিয়ে। অন্যদিকে হেরেও শেষ ষোলোয় উঠল নাইজেরিয়া। ইরানকে বসনিয়া তিন-এক গোলে হারানোয় সুবিধা হল ঈগলসদের। ৯৮-এর বিশ্বকাপের পর প্রথমবার নক আউট রাউন্ডে নাইজেরিয়া।

.