শিক্ষক দিবসে, শিক্ষক সত্যদার সঙ্গে আলাপ করেছেন?

Updated By: Sep 5, 2017, 08:51 PM IST
শিক্ষক দিবসে, শিক্ষক সত্যদার সঙ্গে আলাপ করেছেন?

ওয়েব ডেস্ক: শিক্ষক দিবসে শিক্ষক সত্যদার আগমন ঘটল। 

শিক্ষক দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই সোশ্যাল সাইটে নিজ নিজ শিক্ষকদের প্রতি সেলেবদের শুভেচ্ছার বন্যা বইলেও, সঞ্চালক, অভিনেতা মীর সেপথে হাঁটলেন না। বরং বংলাভাষীদের সঙ্গে আলাপ করালেন শিক্ষক সত্যদার। এদিনই ইন্টারনেটে মুক্তি পেল মীর অভিনীত ছোট ছবি '‍সত্যদার কোচিং'‍। ‌যেখানে মীরের অভিনয় সত্যিই প্রশংসনীয়।  

২৫ মিনিটের এই সিনেমার শুরু হয়েছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের ধারাভাষ্য দিয়ে।  তিনিই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন সত্যদার। সত্যব্রত বাগচী। ৩০০ বছরের জমিদার বংশের একামাত্র বংশধর সত্যদা। তবে তিনি তাঁর পূর্ব পুরুষদের মত উচ্ছৃঙ্খল জীবন-‌যাপন করেন না। সত্যব্রত বাগচী পেশায় শিক্ষক। খুব সাধারণ সাদাসিধা জীবন তাঁর। এই চরিত্রে অভিনয় করেছেন মীর।

আর এই সত্যদার রয়েছে তিন ছাত্র, ‌যাঁদের ভূমিকায় দেখা গেছে ঋদ্ধি সেন, রাজর্ষি নাগ, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া এই ছোট ছবিতে ঋদ্ধির বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া রায়। বলা ‌যেতে পারে গাধা পিটিয়ে ঘোড়া তৈরির দায়িত্ব নিয়েছেন শিক্ষক সত্যব্রত। তবে হঠাৎ একদিন সত্যদার মৃত্যু হয়, তারপর?

'‍সত্যদার কোচিং'‍-এর আবেগঘন সুন্দর একটা গল্প উপহার দিয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। 
নিজের ফেসবুক অ্যাকউন্টে '‍সত্যদার কোচিং'‍ শর্ট ফিল্মটি শেয়ার করেছেন মীর নিজে।

আরও পড়ুন- নিপাট সাধারণ মানুষ! পায়ে হেঁটে গণপতি বিসর্জন শোভা‌যাত্রায় রণবীর 

.