বিজেপির প্রধানমন্ত্রী পদপার্থী হওয়ার দৌড়ে এগোলেন মোদী

বিশ্ব হিন্দু পরিষদের পরে এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। অশোক সিংহলের পরে এবার মোহন ভাগবত। প্রধানমন্ত্রীর দৌড়ে ক্রমেই পাল্লা ভারী হচ্ছে নরেন্দ্র মোদীর। নাম না করেও নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু এঘটনায় বিজেপির মতবিরোধ যদিও প্রশমিত হচ্ছে না। কখনও মোদী কখনও বা অযোধ্যা ইস্যুতে বারেবারেই স্পষ্ট হয়ে পড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিটা।

Updated By: Feb 8, 2013, 08:39 AM IST

বিশ্ব হিন্দু পরিষদের পরে এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। অশোক সিংহলের পরে এবার মোহন ভাগবত। প্রধানমন্ত্রীর দৌড়ে ক্রমেই পাল্লা ভারী হচ্ছে নরেন্দ্র মোদীর। নাম না করেও নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু এঘটনায় বিজেপির মতবিরোধ যদিও প্রশমিত হচ্ছে না। কখনও মোদী কখনও বা অযোধ্যা ইস্যুতে বারেবারেই স্পষ্ট হয়ে পড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিটা।
প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। এই ইস্যুতে দ্বিধাবিভক্ত এনডিএ। মতভেদ রয়েছে বিজেপির অন্দরেই। তবু প্রধানমন্ত্রীর দৌড়ে বারবারই সামনে আসছে গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিতে তিনি রাজি নন বলে আগেই জানিয়েছেন নীতীশ কুমার। প্রয়োজনে এনডিএ ছাড়ার হুমকিও দিয়ে রেখেছেন। কিন্তু অত্যন্ত যোগ্য এবং জনপ্রিয়তম প্রার্থী হিসেবে মোদীকেই বর্ণনা করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। সম্প্রতি প্রবীণ ভিএইচপি নেতা অশোক সিংহল খোলাখুলি সমর্থন জানিয়েছেন মোদীকে। আর এবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাম না করে তাঁর মন্তব্য, দেশের নির্দিষ্ট এক রাজনীতিককে ঘিরে যে জনপ্রিয়তার জোয়ার রয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তা স্মরণ রাখা উচিত।
শুধু প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাই নিয়েই নয়। অযোধ্যা ইস্যুতেও বিজেপির মতবিরোধ প্রকাশ্যে এসে পড়েছে। অযোধ্যায় রাম জন্মভূমি গড়ে তোলার বিষয়ে ভিএইচপির অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিজেপি সভাপতি। রাজনাথ সিংয়ের ওই বক্তব্যকে তাঁর ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন প্রবীণ বিজেপি নেতা জসবন্ত সিং।
লোকসভা নির্বাচনের আগে প্রধান বিরোধী দল বিবিধ মতানৈক্য মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়তে সক্ষম হয় কিনা, এখন তাই দেখার। প্রশ্ন থাকছে মোদী ইস্যুতে বিজেপি এবং এনডিএর মতের মিল হবে কি না তা নিয়েও।

.