শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতাকে ব্যক্তিগত আমন্ত্রণ মোদীর, যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, অংশগ্রহণ করবেন অমিত মিত্র, মুকুল রায়

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চিঠি দিলেন নরেন্দ্র মোদী। আজই এই চিঠি এসে পৌছেছে। তবে মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। সরকারের প্রতিনিধি হয়ে যাচ্ছেন মুকুল রায় ও অমিত মিত্র। জানিয়েছেন পুরমন্ত্রী ববি হাকিম।

Updated By: May 23, 2014, 07:34 PM IST

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চিঠি দিলেন নরেন্দ্র মোদী। আজই এই চিঠি এসে পৌছেছে। তবে মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। সরকারের প্রতিনিধি হয়ে যাচ্ছেন মুকুল রায় ও অমিত মিত্র। জানিয়েছেন পুরমন্ত্রী ববি হাকিম।

যদিও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে দলের বাকি চৌত্রিশজন সাংসদ যাচ্ছেন কিনা, এনিয়ে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় যোগ দিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে মোদীর চিঠি আসায় শপথমঞ্চ পুরোপুরি বয়কট করা ভাল দেখাবে না বুঝতে পেরেই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠান বয়কট করলে বিতর্ক হবে। কেন্দ্র -রাজ্য সম্পর্কেও প্রভাব পড়ার আশঙ্কা থাকতো। মমতা ব্যানার্জি না গিয়ে একদিকে মোদীর সঙ্গে দূরত্ব বজায় রাখলেন। প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তে সৌজন্য বজায় রইল।

.