হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুম্বইয়ের নির্যাতিতা সাংবাদিক, অপরাধীকে নিয়ে ঘটনাস্থলে পুলিস

সুস্থ আছেন মুম্বইয়ে ধর্ষণের শিকার চিত্রসাংবাদিক। মঙ্গলবার রাতে যশলোক হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বুধবার এক বিবৃতি জারি করে হাসপাতাল তরফে এই কথা জানানো হয়েছে। তরুণীর পরিবার গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করায়, কোনও মেডিক্যাল বুলেটিন জারি করা হয়নি বলে বিবৃতিতে বলা হয়েছে।

Updated By: Aug 28, 2013, 06:10 PM IST

সুস্থ আছেন মুম্বইয়ে ধর্ষণের শিকার চিত্রসাংবাদিক। মঙ্গলবার রাতে যশলোক হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বুধবার এক বিবৃতি জারি করে হাসপাতাল তরফে এই কথা জানানো হয়েছে। তরুণীর পরিবার গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করায়, কোনও মেডিক্যাল বুলেটিন জারি করা হয়নি বলে বিবৃতিতে বলা হয়েছে।
জীবনের সঙ্গে ঘটে গিয়েছে নির্মম দুর্ঘটনা। ২৪ ঘণ্টাও কাটেনি গণধর্ষণের শিকার মেয়েটা। এক সপ্তাহ আগে হাসাপাতালের বেডে শুয়ে পুলিসকে রিপোর্ট লেখাতে লেখাতে সে বলেছিল, ``ধর্ষণ মানে জীবনের শেষ নয়``। অঙ্গিকার, ধাক্কা কাটিয়ে উঠে দ্রুত কাজে ফেরার। ভারতের মত দেশে `ধর্ষণ আতঙ্ক` যেখানে তাড়া করে বেড়ায় মায়েদের, আর এই অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাওয়া মেয়েরা যেখানে বাঁচার আশা ছেড়ে দেন, সেখানে মুম্বইয়ের এ তরুণীর সাহস নতুন ভরসা জোগাবে তা বলাই বাহুল্য।
অন্যদিকে ধর্ষণের অভিযোগে ধৃত পাঁচ অভিযুক্তকে নিয়ে এ দিন অপরাধের অকুস্থল শক্তি মিলে যান মুম্বই পিলিস। ঘটনার পূণর্গঠন করা হয় অপরাধীদের দিয়ে। এই সপ্তাহ আগে এই শক্তি মিলেই ওই চিত্রসাংবাদিককে বেল্ট দিয়ে বেঁধে ধর্ষণ করা হয়। মাথায় বিয়ারের বোতল ভেঙে আঘাত করে অপরাধীরা।

.