ইয়ে হ্যায় মুম্বই মেরি জান

বিশ্বের ৭৭টি অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে ৬৬তম হিসেবে চিহ্নিত হল মুম্বই। মঙ্গলবার গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টারস ইন্ডেক্স-এর (জিএফসিআই) প্রকাশিত রিপোর্টে এই তথ্য বেড়িয়েছে। তবে এবারের রিপোর্টের সন্তোষজনক জায়গা দখল করতে পারল না রাজধানী দিল্লি। তবে গতবছর মুম্বই ছিল ৬৩তম স্থানে।

Updated By: Mar 26, 2013, 05:55 PM IST

বিশ্বের ৭৭টি অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে ৬৬তম হিসেবে চিহ্নিত হল মুম্বই। মঙ্গলবার গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টারস ইন্ডেক্স-এর (জিএফসিআই) প্রকাশিত রিপোর্টে এই তথ্য বেড়িয়েছে। তবে এবারের রিপোর্টের সন্তোষজনক জায়গা দখল করতে পারল না রাজধানী দিল্লি। তবে গতবছর মুম্বই ছিল ৬৩তম স্থানে।
প্রথম স্থানে রয়েছে লন্ডন। নিউ ইয়র্ক দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হংকং এবং সিঙ্গাপুর। এর পরে জুরিখ, টোকিও, জেনিভা, বোস্টন সিওল এবং ফ্র্যাঙ্কফুর্ট প্রথম দশের মধ্যে ক্রমান্বয়ে আছে।
মুম্বই ভারতের একমাত্র শহর যা এই তালিকায় জায়গা পেল। রাজধানী হয়েও সুবিধা করতে পারল না দিল্লি।

.