দেশে ফিরলেই গ্রেফতার করা হতে পারে মুশারফকে, জানালেন মালিক

দেশে ফিরলেই গ্রেফতার করা হতে পারে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে।

Updated By: Jan 9, 2012, 01:40 PM IST

দেশে ফিরলেই গ্রেফতার করা হতে পারে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে। সোমবার একথা জানালেন পাক অভ্যন্তরীণমন্ত্রী রহমান মালিক। এদিন এক বিবৃতিতে মালিক জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে দায় এড়াতে পারেন না মুশারফ।
ইতিমধ্যেই রাওয়ালপিন্ডির এক বিশেষ আদালতের রায়ে বলা হয়েছে, বেনজির হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করেননি মুশারফ । রাওয়ালপিন্ডির আদালত মুশারফকে এই মামলায় প্রোক্লেমড অফেন্ডার হিসাবেও ঘোষণা করেছে। মুশারফ তিন বছর ধরে দুবাইতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তিনি আগেই জানিয়েছেন, এই জানুয়ারিতেই তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। অল পাকিস্তান মুসলিম লিগ নামে যে দল তিনি তৈরি করেছেন, সেই দলের কর্মী, সমর্থকদেরও মুশারফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনের প্রস্তুতির জন্য ২৭ থেকে ৩০ জানুয়ারির মধ্যেই দেশে ফিরবেন তিনি। প্রাক্তন পাক প্রেসিডেন্টের দাবি, কিছু ভিত্তিহীন মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। আদালতেই তিনি এর জবাব দেবেন।

.