নলহাটি পুনরুদ্ধার বামেদের

টানা ৩৪ বছর দখলে থাকা আসনটি হাতছাড়া হয়েছিল ২০১১-য়। ২০১৩ উপনির্বাচনে নলহাটি ফিরে পেল বামেরা। তৃণমূল কংগ্রেস পেল তৃতীয় স্থান। রাজ্যের তিন কেন্দ্রের মধ্যে একমাত্র নলহাটিতেই ভোট বাড়ল বিজেপি-র। 

Updated By: Feb 28, 2013, 05:45 PM IST

টানা ৩৪ বছর দখলে থাকা আসনটি হাতছাড়া হয়েছিল ২০১১-য়। ২০১৩ উপনির্বাচনে নলহাটি ফিরে পেল বামেরা। তৃণমূল কংগ্রেস পেল তৃতীয় স্থান। রাজ্যের তিন কেন্দ্রের মধ্যে একমাত্র নলহাটিতেই ভোট বাড়ল বিজেপি-র। 
বিধানসভায় বামেদের একটি আসন বাড়ল। নলহাটি বিধানসভা উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক চট্টোপাধ্যায় জিতলেন ৭,৭৪২ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ৫৫,৩৪১ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আবদুর রহমান পেয়েছেন ৪৭,৫৯৬ ভোট। তৃণমূল প্রার্থী বিপ্লব ওঝা তিনে। পেয়েছেন ৪৭,০৪৭ ভোট। চার নম্বরে থাকা বিজেপি প্রার্থী অনিল সিংহ পেয়েছেন ১২,২১৯ ভোট।
 
বরাবর বামেদের দখলেই থাকা নলহাটিতে চমক দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিত্ মুখোপাধ্যায়। ২০১১-য় কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি পেয়েছিলেন ৭৬,০৪৭ ভোট। ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায় ৬০,৮৮৭ আর বিজেপি-র অনিল সিংহ পেয়েছিলেন ১০,৬৫৬ ভোট। রাজ্যের উপনির্বাচনে একমাত্র এই কেন্দ্রেই বিজেপি প্রার্থীর ভোট বেড়েছে। 
নলহাটি পুনরুদ্ধার হলেও ১৯৭৭ থেকে বামেদের হাতে থাকা এই কেন্দ্রে বাম প্রার্থীর প্রাপ্ত মোট ভোট আর ভোটের হার, দুটোই ২০১১-র তুলনায় কমেছে। ২০০৬-র বাম প্রার্থী পেয়েছিলেন ৫০.৪৪% ভোট। ২০১১-য় তা কমে হয় ৪৮.৯৫%। এবার তা আরও কমে হল ৩৩ শতাংশ। তবে ২০১১-য় পরিবর্তনের ঝড়ে উড়ে যাওয়ার দু`বছরের মধ্যেই উপনির্বাচনে জয় নিঃসন্দেহে বাম শিবিরে উল্লাসের ঢেউ বয়ে এনেছে। হিসেব বলছে, শহর এলাকায় বামেদের ভোটও বেড়েছে। 

.