বন্ধ হোক সন্ত্রাস, প্রথম দ্বিপাক্ষিক বৈঠকেই মৈত্রীর বার্তা

সোমবার শপথ গ্রহণের পর আজ দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব কাঁধে তুলে নিলেন নরেন্দ্র মোদী। শুরু হল নতুন সরকারের যাত্রা। মোদীর সঙ্গেই মঙ্গলবার থেকেই দায়িত্ব তুলে নিচ্ছেন মন্ত্রিসভার বাকি ৪৫ জন মন্ত্রী।

Updated By: May 27, 2014, 02:03 PM IST

সন্ত্রাসই প্রাধান্য পেল নরেন্দ্র মোদী-নওয়াজ শরিফ প্রথম দ্বি-পাক্ষিক বৈঠকে। হয়দরাবাদ ভবনে শেষ হল মোদী-শরিফ বৈঠক।

সোমবার শপথ গ্রহণের পর আজ দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব কাঁধে তুলে নিলেন নরেন্দ্র মোদী। শুরু হল নতুন সরকারের যাত্রা। মোদীর সঙ্গেই মঙ্গলবার থেকেই দায়িত্ব তুলে নিচ্ছেন মন্ত্রিসভার বাকি ৪৫ জন মন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি মোদীর। নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠক রয়েছে অন্যান্য রাষ্ট্রপ্রধান। সার্কের অন্তর্ভূক্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত শপথ গ্রহণেই দিয়েছেন তিনি। সকাল সাড়ে ৯টায় হায়দরাবাদ ভবনে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। অফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকের পর বৈঠক করেন মলদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন গায়ুমের সঙ্গে। সেইসঙ্গেই মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গেও রয়েছে বৈঠক। দুই দেশের মধ্যে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক রাখার ইঙ্গিত দিয়েছেন দুই দেশের প্রধানই। রবিবারই ১৫১ জন ভারতীয় বন্দিকে মু্ক্তির নির্দেশ দেন শরিফ।

হামিদ কারজাইয়ের পর একে একে মলদ্বীপের রাষ্ট্রপতি আহদুল্লাহ ইয়ামেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপক্ষ, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠক করবেন মোদী। বৈঠক রয়েছে বাংলাদেশের স্পিকার শিরিন শরমিন চৌধুরীর সঙ্গেও।

.