নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক সুভাষ চন্দ্রের

ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করলেন এসেল গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র। বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বুধবারই  পাকিস্তান সফরে গিয়েছেন তিনি। বৈঠকে পাক প্রধানমন্ত্রী জানান, ভারত ও পাকিস্তানের সংস্কৃতি  ও ঐতিহ্যের অনেক মিল রয়েছে।

Updated By: Jul 19, 2013, 12:38 PM IST

ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করলেন এসেল গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র। বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বুধবারই  পাকিস্তান সফরে গিয়েছেন তিনি। বৈঠকে পাক প্রধানমন্ত্রী জানান, ভারত ও পাকিস্তানের সংস্কৃতি  ও ঐতিহ্যের অনেক মিল রয়েছে।
দু-দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সংবাদমাধ্যম। উন্নয়শীল দেশে শিক্ষাবিস্তারে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও জানান পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের চ্যানেলগুলি যাতে ভারতের দর্শকেরা দেখতে পান, সেজন্য কিছু নিয়ম শিথিল করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বৈঠক শেষে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কে শান্তি এবং স্থায়িত্ব আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।

.