মহিলার ওপর নজরদারিকাণ্ডে মোদীর অভিযোগ ষড়যন্ত্রের, কংগ্রেসের তদন্তের দাবি

এক মহিলার ওপর দিনরাত নজরদারি। কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, সব। আর এই সবটাই করেছে গুজরাত পুলিস। না, ওই মহিলার কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ মন্ত্রী অমিত শাহের নির্দেশেই চলেছে এই নজরদারি। 

Updated By: Nov 17, 2013, 06:53 PM IST

এক মহিলার ওপর দিনরাত নজরদারি। কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, সব। আর এই সবটাই করেছে গুজরাত পুলিস। না, ওই মহিলার কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ মন্ত্রী অমিত শাহের নির্দেশেই চলেছে এই নজরদারি। 
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে  মহিলা নেত্রীরা  নরেন্দ্র মোদীর কোণঠাসা করতে দলের মহিলা  কংগ্রেসের  অবিলম্বে সুপ্রিম কোর্টের  অবসরপ্রাপ্ত বা বর্তমান কোনও  বিচারপতিকে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেছে কংগ্রেস। জয়ন্তী নটরাজন, গিরিজা ব্যাস, রীতা বহুগুনা যোশীর মত প্রবীণ কংগ্রেস নেত্রীরা।    নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীর পদে থাকার অধিকার নেই বলেও দাবি করেছেন কংগ্রেস নেতারা।
এদিকে এই ঘটনা তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, বিজেপির জয় নিশ্চিত জেনে কংগ্রেস যেসব অভিযোগ আনছে সেগুলো শুধু ভিত্তিহীন নয় হাস্যকর।

.