সারদাকাণ্ডে তদন্তে প্রকাশ জালিয়াতির নয়া তথ্য

সারদাকাণ্ডে জালিয়াতির নতুন তথ্য উঠে এল পুলিসের হাতে। সুদীপ্ত সেন ফেরার হওয়ার পর সতেরো থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে তৈরি করা হয়েছে আনুমানিক দশ হাজার নতুন পলিসি। পুলিস জানতে পেরেছে জালিয়াতির উদ্দেশ্যে পলিসিগুলি তৈরি করেছিলেন কয়েকজন এজেন্ট। তাদের খোঁজ শুরু হয়েছে।

Updated By: Apr 30, 2013, 07:15 PM IST

সারদাকাণ্ডে জালিয়াতির নতুন তথ্য উঠে এল পুলিসের হাতে। সুদীপ্ত সেন ফেরার হওয়ার পর ১৭ থেকে ২৪ এপ্রিলের মধ্যে তৈরি করা হয়েছে আনুমানিক দশ হাজার নতুন পলিসি। পুলিস জানতে পেরেছে জালিয়াতির উদ্দেশ্যে পলিসিগুলি তৈরি করেছিলেন কয়েকজন এজেন্ট। তাদের খোঁজ শুরু হয়েছে।
ওই সব এজেন্টদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস। সারদা গোষ্ঠীর আইটি ডিভিশনের আরও একটি সার্ভার রয়েছে আমেরিকার বস্টনে। ওই সার্ভারেই রয়েছে সংস্থার মূল ডেটাবেস। সার্ভার রক্ষণাবেক্ষণে মাসে খরচ হত দু কোটি টাকা। ওই সার্ভার থেকে তথ্য জোগাড়ে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে পুলিস। 

.