দুর্নীতির অভিযোগ হঠাল ন্যাব, স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার ইস্যুতে সরাসরি দেশের সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতের পথে পাকিস্তান সরকার। সোমবার একটি দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী রাজা পরভেজ আশরফকে গ্রেফতার করার নির্দেশ দেয় পাক সুপ্রিম কোর্ট। গতকালের মধ্যে প্রধানমন্ত্রীকে কোর্টে হাজির করার নির্দেশও দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু রাজা পরভেজ আশরফকে গ্রেফতার করা হয়নি।

Updated By: Jan 17, 2013, 01:20 PM IST

প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার ইস্যুতে সরাসরি দেশের সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতের পথে পাকিস্তান সরকার। সোমবার একটি দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী রাজা পরভেজ আশরফকে গ্রেফতার করার নির্দেশ দেয় পাক সুপ্রিম কোর্ট। গতকালের মধ্যে প্রধানমন্ত্রীকে কোর্টে হাজির করার নির্দেশও দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু রাজা পরভেজ আশরফকে গ্রেফতার করা হয়নি।
পাকিস্তানের দুর্নীতি দমন শাখা ন্যাব সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে আজ পরিস্কার প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে। ন্যাবের প্রধান ফরিদ বুখারির দাবি, "দুর্নীতির মামলায় পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ নেই।" সেই কারণেই তাঁকে গ্রেফতার করা সম্ভব নয় বলে জানিয়েছে ন্যাব।

.