ভিসা সমস্যা কাটল ইস্টবেঙ্গলের

ভিসা সমস্যা কাটল ইস্টবেঙ্গলের। রবিবার সারাদিন ধরে টেনসন আর উতকন্ঠার পর অবশেষে বিকেলে ভিসা এসে পৌঁছয় অধিনায়ক মেহতাব সহ তিন ফুটবলারের। ভিসা পান দলের ম্যানেজার সহ চার কর্তাও। ভিসা সমস্যা কাটানোর জন্য রবিবার সকাল থেকেই কুয়েতের দলটির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন লাল-হলুদ কর্তারা। বিকেল সাড়ে তিনটের সময় কুয়েতের ক্লাবটির পক্ষ থেকে ফোন করে জানানো হয়,সবার ভিসা হয়ে গেছে।

Updated By: Sep 29, 2013, 06:26 PM IST

ভিসা সমস্যা কাটল ইস্টবেঙ্গলের। রবিবার সারাদিন ধরে টেনসন আর উতকন্ঠার পর অবশেষে বিকেলে ভিসা এসে পৌঁছয় অধিনায়ক মেহতাব সহ তিন ফুটবলারের। ভিসা পান দলের ম্যানেজার সহ চার কর্তাও। ভিসা সমস্যা কাটানোর জন্য রবিবার সকাল থেকেই কুয়েতের দলটির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন লাল-হলুদ কর্তারা। বিকেল সাড়ে তিনটের সময় কুয়েতের ক্লাবটির পক্ষ থেকে ফোন করে জানানো হয়,সবার ভিসা হয়ে গেছে।
পনেরো মিনিটের মধ্যে স্ক্যান করে ভিসা পাঠিয়ে দিচ্ছেন তারা। শেষপর্যন্ত চারটের কিছুটা পরে কুয়েতে যাওয়ার ভিসা এসে পৌঁছয় ইস্টবেঙ্গল ফুটবলার আর কর্তাদের।ভিসা হাতে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন লাল-হলুদ কর্তারা। ভারতীয় সময় সোমবার সকালে কুয়েত পৌঁছবার কথা মেহতাবদের।
এখানে ক্লিক করে জেনে নিন ঠিক কী সমস্যা হয়েছিল ইস্টবেঙ্গলের

.