Assembly Election Results 2017

ওহ মাই গড

বেশ হই হই করেই আত্মপ্রকাশ করল হিন্দী কমেডি সিনেমা `ওহ মাই গড`-র মিউজিক সিডি। অক্ষয় কুমারের প্রথম প্রযোজনা এই সিনেমাটি বিখ্যাত গুজরাটি থিয়েটার``কাঞ্জি বিরুদ্ধ কাঞ্জি``-র থেকে অনুপ্রানিত।

Updated: Sep 28, 2012, 08:02 PM IST

বেশ হই হই করেই আত্মপ্রকাশ করল হিন্দী কমেডি সিনেমা `ওহ মাই গড`-র মিউজিক সিডি। অক্ষয় কুমারের প্রথম প্রযোজনা এই সিনেমাটি বিখ্যাত গুজরাটি থিয়েটার ``কাঞ্জি বিরুদ্ধ কাঞ্জি``-র থেকে অনুপ্রানিত। বলিউডের অন্যতম শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা পরেশ রাওয়েল এই সিনেমার মুখ্য ভূমিকায়। সঙ্গতে মিঠুন চক্রবর্তী। অক্ষয় কুমারও আছেন। তবে ক্যামিও হিসাবে। অবশ্য সিডি প্রকাশের আগে থেকেই ওএমজির `গোবিন্দা` গানটি ইন্টারনেট আর টিভির ট্রেলরের সৌজন্যে বেশ হিট। সোনাক্ষী সিনহা আর প্রভু দেবার পেপি ডান্সও মন কেড়েছে দর্শকদের। বাকি গান গুলো এখনও অবশ্য সেরকম জনপ্রিয়তা পাইনি। বলিউডের খিলাড়ী কুমারের এই নতুন ইনিংস দীর্ঘ স্থায়ী হবে কিনা তার বিচার শেষ পর্যন্ত দর্শকরাই করবে। আর ততক্ষন ওই `গড`-ই ভরসা।
এক ঝলকে
লিরিক্স: সাব্বির আহমেদ, কুমার, স্বানন্দ কিরকিরে, সুব্রত সিনহা
মিউজিক: হিমেশ রেশামিয়া, শচিন-জিগার এবং মীট ব্রস অঞ্জন

গান গায়ক/গায়িকা
১. ডোন্ট ওয়ারি হিমেশ রেশামিয়া, বেনী দয়াল, আর্য আচার্য
২. গো গো গবিন্দা মিকা সিং, শ্রেয়া ঘোষাল
৩. হরি বোল কির্তি সাগাঠিয়া
৪. কৃষ্ণা থিম (বাঁশি) পরেশ নাথ
৫. মেরে নিসান মীত ব্রোস, কৈলাশ খের
৬. ও মাই গড যুবীন গার্জ
৭. তু হি তু মহদ ইরফান
৮. তু হি তু সুরজ জগান
৯. তু হি তু(আনপ্লাগ) অশ কিং