এবার জটিলতা ভোটের মাস নিয়ে

এক জট থেকে বেরিয়ে এবার আরেক জটিলতায় পঞ্চায়েত ভোট। দিনক্ষণ, জেলাবিন্যাস, বাহিনী সংখ্যা-সবকিছু গতকালই ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রমজান মাসে ভোট নিয়ে ইতিমধ্যে আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। শুরু হয়ে গেছে আন্দোলনের প্রস্তুতিও।  রমজান মাসে পঞ্চায়েত ভোট নিয়ে আপত্তি জানিয়েছে জমিয়তে-এ-উলেমা-এ হিন্দ। সংগঠনের নেতা সিদ্দিকুল্লা জানিয়েছেন, এ বিষয়ে তিনি পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের।

Updated By: Jun 29, 2013, 06:17 PM IST

এক জট থেকে বেরিয়ে এবার আরেক জটিলতায় পঞ্চায়েত ভোট। দিনক্ষণ, জেলাবিন্যাস, বাহিনী সংখ্যা-সবকিছু গতকালই ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রমজান মাসে ভোট নিয়ে ইতিমধ্যে আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। শুরু হয়ে গেছে আন্দোলনের প্রস্তুতিও।  রমজান মাসে পঞ্চায়েত ভোট নিয়ে আপত্তি জানিয়েছে জমিয়তে-এ-উলেমা-এ হিন্দ। সংগঠনের নেতা সিদ্দিকুল্লা জানিয়েছেন, এ বিষয়ে তিনি পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের।
কয়েক মাস ধরে চলা বাহিনী-সমস্যা সুপ্রিম কোর্ট মিটিয়ে দিলেও, রমজান মাসে ভোট পড়ে যাওয়ায় নতুন জটিলতা তৈরি হয়েছে। দিন বদলের দাবিতে সুপ্রিম কোর্টেই আবেদন করবেন সিদ্দিকুল্লা চৌধুরীরা। রাজ্যের সম্মতিতেই শুক্রবার দিন ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, রমজান মাসে ভোটকে তাঁরা ইস্যু করবেন।
আর শনিবার সরকার শোনাল সুপ্রিম কোর্টে যাওয়ার কথা।  কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রমজান মাসের বিতর্ক নিয়ে তাঁরা শীর্ষ আদালতে যাওয়ার রাস্তা খোলা রাখছে। আপত্তি তুলেছে কংগ্রেসও। এনিয়ে তাঁরা কমিশনের কাছে যাবেন। জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। রমজান মাসে ভোটের ব্যাপারে আপত্তি আগেই জানিয়েছিল বামেরাও। শেষ পর্যন্ত রমজান মাসেই ভোট হওয়ায় সরকারকেই দুষছে বামেরা। 
তবে কি সুপ্রিম কোর্টের রায়ে একদিনের স্বস্তি কাটিয়ে নতুন জটের মুখে পঞ্চায়েত ভোটের ভবিষ্যত? উঠছে প্রশ্ন।

.