ভোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচন আদৌ সম্ভব কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্ধমানে নির্বাচনী জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "প্রথম দফার ভোটের জন্য ১০ দিন বাকি থাকলেও, কেউ জানে না ভোট হবে কি না।" ভোট ঘিরে অনিশ্চয়তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। শাসক দলের বিরুদ্ধে এনেছেন সন্ত্রাসের অভিযোগ। বুদ্ধদেব ভট্টাচার্যের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে পঞ্চায়েত নির্বাচনে বামেরাই জয়ী হবে।

Updated By: Jun 23, 2013, 10:57 PM IST

পঞ্চায়েত নির্বাচন আদৌ সম্ভব কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্ধমানে নির্বাচনী জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "প্রথম দফার ভোটের জন্য ১০ দিন বাকি থাকলেও, কেউ জানে না ভোট হবে কি না।" ভোট ঘিরে অনিশ্চয়তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। শাসক দলের বিরুদ্ধে এনেছেন সন্ত্রাসের অভিযোগ। বুদ্ধদেব ভট্টাচার্যের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে পঞ্চায়েত নির্বাচনে বামেরাই জয়ী হবে।
এদিকে বর্ধমানের উত্সব ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্যের সভায় সিপিআইএম কর্মী সমর্থকদের যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বর্ধমানের মেমারি, খণ্ডঘোষ, রায়না, আউসগ্রাম, ভাতার, মন্তেশ্বরের মতো এলাকা থেকে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের সভায় যোগ দিতে যান সিপিআইএমের কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, বহু আগে থেকেই সভায় না আসতে বলে তাঁদের ভয় দেখানো হয় শাসক দলের তরফে।

.