আজ দার্জিলিংয়ে রাষ্ট্রপতি, বিকেলে দেখা করতে পারেন মোর্চা নেতাদের সঙ্গে

আজ প্রথমবার পাহাড় সফরে দার্জিলিং যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে দুপুর ২ টোয় যোগ দেবেন তিনি। পাশাপাশি দু`দিনের দার্জিলিং ও গ্যাংটক সফরে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই রাষ্ট্রপতির সচিবালয়ের কাছ থেকে সময় চেয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের দাবি আজ বিকেলেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিমল গুরুং।

Updated By: Nov 10, 2013, 10:42 AM IST

আজ প্রথমবার পাহাড় সফরে দার্জিলিং যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে দুপুর ২ টোয় যোগ দেবেন তিনি। পাশাপাশি দু`দিনের দার্জিলিং ও গ্যাংটক সফরে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই রাষ্ট্রপতির সচিবালয়ের কাছ থেকে সময় চেয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের দাবি আজ বিকেলেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিমল গুরুং।
রাষ্ট্রপতির পাহাড় সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোর্চা সূত্রে জানা গিয়েছে, প্রণববাবুর সঙ্গে দেখা করার সুযোগ পেলে পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ড সম্পর্কে মোর্চার কী অবস্থান তা স্পষ্ট করবেন মোর্চা নেতারা।

.