প্রিয় মাদিবার মধ্যে লিঙ্কন, গান্ধীকে দেখছেন ওবামা, প্রণব

আগামী ১৫ ডিসেম্বর নিজের গ্রাম কুনুতে সমাহিত করা হবে নেলসন ম্যান্ডেলাকে। তার আগে বুধবার থেকে শুক্রবার জনসাধারণের জন্য শায়িত থাকবে তাঁর দেহ। আজ তাঁর ম্যান্ডেলার স্মৃতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সচিব বান কি মুন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলিয়ান নেতা ডিলমা রসেফ, নামিবিয়ার হেফিকিউপনে পোহাম্বা, কিউবার রাউল কাস্ত্রো, চিনা ভাইস প্রেসিডেন্ট লি ইউঙ্কোহো।

Updated By: Dec 10, 2013, 07:39 PM IST

আগামী ১৫ ডিসেম্বর নিজের গ্রাম কুনুতে সমাহিত করা হবে নেলসন ম্যান্ডেলাকে। তার আগে বুধবার থেকে শুক্রবার জনসাধারণের জন্য শায়িত থাকবে তাঁর দেহ। আজ তাঁর ম্যান্ডেলার স্মৃতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সচিব বান কি মুন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলিয়ান নেতা ডিলমা রসেফ, নামিবিয়ার হেফিকিউপনে পোহাম্বা, কিউবার রাউল কাস্ত্রো, চিনা ভাইস প্রেসিডেন্ট লি ইউঙ্কোহো।

বিকেল ৫টা ১০: মঞ্চে ওঠেন বারাক ওবামা।

বলেন, "জীবনে লড়াই ও বিশ্বাসের মাধ্যমে শান্তি এনেছিলেন ম্যান্ডেলা। আইকন হয়ে উঠতে আপত্তি ছিল তাঁর। নিজের দ্বন্দ্ব, ভয়, বেহিসেব দুনিয়ার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। ম্যান্ডেলা একাধারে দেশের ছিলেন ছেলে, বাবা ও বন্ধু। অনেক কিছু শিখেছি ম্যান্ডেলার থেকে। এখনও অনেক কিছুর শেখার আছে। তাঁর লড়াই মানুষের লড়াই, তাঁর শাস্তি মানুষের শাস্তি। ম্যান্ডেলা আমাদের কাজের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি বুঝেছিলেন ভাবনাকে কখনও বন্দী করে রাখা যায় না। ম্যান্ডেলার মত কেউ হবেন না। কিন্তু আমরা চাইলে আমাদের জীবনকে ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত করতে পারি। ম্যান্ডেলা ছিলেন ইতিহাসের সবথেকে বড় মানুষ। জেল থেকে ছাড়া পেয়ে গোট দেশকে একত্রিত করেছিলেন। তাঁকে দেখে আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়ে। তাঁর আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর মতোই অক্লান্ত।"

১৯৯৬ সালে আজকের দিনেই (১০ ডিসেম্বর) ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার সংবিধানে সই করেছিলেন। ১৯৯৩ সালে এই দিনেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মদিবা। এই দিনকেই বিশ্ব মানবাধিকার পালন করে রাষ্ট্রপুঞ্জ।

সকাল ১১টা ২০: মঞ্চে ওঠেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। জননায়ক নেলসন ম্যান্ডেলার উদ্দেশে বলেন, প্রিয় মদিবার মধ্যে গান্ধীজীর প্রতিচ্ছবি দেখেছি আমরা। তাঁর আন্দোলনের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের ছায়া দেখেছি। ম্যান্ডেলা ছিলেন শেষ জীবীত রাষ্ট্রনায়ক। তাঁর জীবন মানুষের শক্তির, সাহসের উদাহরণ।

এছাড়াও উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস ওলাদেঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান প্রেসিডেন্ট ডোয়াকিম গুয়াক, প্যালেস্তানীয় নেতা মহম্মদ আব্বাস। ১৯৯০ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর সোয়েটোর যেই এফএনবি স্টেডিয়ামে প্রথম বক্তৃতা দিয়েছিলেন ম্যান্ডেলা, আজ সেখানেই ম্যান্ডেলার স্মৃতির উদ্দেশে ভাষণে উপস্থিত রয়েছেন ২ লক্ষ মানুষ।

.