প্রেসিডেন্সি জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

প্রেসিডেন্সি জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। খুনের আসামি ওই বন্দির নাম অলক মল্লিক। গতকাল রাতে জেলের আজাদ ওয়ার্ডে শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় ওই বন্দির দেহ উদ্ধার হয়। একষট্টি বছরের অলক মল্লিকের বাড়ি নদিয়ার রানাঘাটে।

Updated By: Nov 17, 2013, 08:00 PM IST

প্রেসিডেন্সি জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। খুনের আসামি ওই বন্দির নাম অলক মল্লিক। গতকাল রাতে জেলের আজাদ ওয়ার্ডে শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় ওই বন্দির দেহ উদ্ধার হয়। ৬১ বছরের অলক মল্লিকের বাড়ি নদিয়ার রানাঘাটে।
খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ভাই গৌর মল্লিক। রবিবার হেস্টিংস থানায় বন্দির অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জানাতে যান পরিবারের লোকজন।
সংশোধনাগারে নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। রাত একটায় দেহ উদ্ধার হয়। রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এমনটা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিসের অনুমান, মাফলারের ফাঁসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন ওই বন্দি।  

.