প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সব্যসাচী ভট্টাচার্য

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন সব্যসাচী ভট্টাচার্য। টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য এই মুহুর্তে প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের সদস্য। পুর্ণ মেয়াদের জন্য নিয়োগ করা হলেও সব্যসাচীবাবু পুরো চার বছর কিভাবে দায়িত্ব সামলাবেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

Updated By: Apr 10, 2014, 10:37 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন সব্যসাচী ভট্টাচার্য। টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য এই মুহুর্তে প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের সদস্য। পুর্ণ মেয়াদের জন্য নিয়োগ করা হলেও সব্যসাচীবাবু পুরো চার বছর কিভাবে দায়িত্ব সামলাবেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের অন্যতম গুরুত্বপুর্ণ সদস্য সব্যসাচী ভট্টাচার্য। বর্তমানে টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক তিনি। উপাচার্য নিয়োগের জন্য তৈরি সার্চ কমিটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যে তিনজনের নাম সুপারিশ করেছিল তার মধ্যে তিনি অন্যতম। বৃহষ্পতিবার রাজ্য সরকারের যে নির্দেশিকা পৌছেছে বিশ্ববিদ্যালয়ে সেখানে উপাচার্য হিসেবে তাঁর নাম বলা হয়েছে।

সব্যসাচীবাবুর বয়স এই মুহুর্তে বাষট্টি পেরিয়ে গেছে। কোনও উপাচার্য ৬৫ বছরের বেশি দায়িত্বে থাকতে পারেন না। ফলে উপাচার্যের পুর্ণ মেয়াদ কোনওভাবেই সামলাতে পারবেন না তিনি। সেক্ষেত্রে দু থেকে আড়ই বছর তিনি কাজ করতে পারবেন উপাচার্য হিসেবে। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। প্রেসিডেন্সির পুর্ণ সময়ের জন্য উপাচার্য নিয়োগের সার্চ কমিটি কেন এমন একজনের নাম বাছল যিনি পুর্ণ সময় দায়িত্বই সামলাতে পারবেন না। অনেকেরই ধারনা যোগ্যতার পাশাপাশি সুগত বসুর ঘনিষ্টতা এক্ষেত্রে বিশেষভাবে কাজ করেছে।

.