সারদা মামলার শুনানি হবে বিশেষ আদালতে, নির্দেশ হাইকোর্টের, অস্বস্তিতে রাজ্য

হাইকোর্টের নির্দেশে ফের অস্বস্তিতে রাজ্য। সারদা সংক্রান্ত সব মামলার শুনানি একটি বিশেষ আদালতে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সারদার সব মামলা এক ছাতার তলায় নিয়ে আসার জন্য গত জুনে প্রস্তাব দিয়েছিল আদালত। রাজ্য সরকার এতদিনেও তা কার্যকর না করায় এ বার স্পষ্ট নির্দেশ দিল আদালত।

Updated By: Feb 11, 2014, 04:45 PM IST

হাইকোর্টের নির্দেশে ফের অস্বস্তিতে রাজ্য। সারদা সংক্রান্ত সব মামলার শুনানি একটি বিশেষ আদালতে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সারদার সব মামলা এক ছাতার তলায় নিয়ে আসার জন্য গত জুনে প্রস্তাব দিয়েছিল আদালত। রাজ্য সরকার এতদিনেও তা কার্যকর না করায় এ বার স্পষ্ট নির্দেশ দিল আদালত।

সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয়েছে অসংখ্য মামলা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন
দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষও। বিভিন্ন আদালতে চলছে এই সমস্ত মামলার শুনানি। সে জন্য, অভিযুক্তদের নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরছে পুলিস। এই পরিস্থিতিতে প্রশ্নটা উঠেছিল আগেই। একাধিক আদালতে শুনানি চলায় এই বিশাল আর্থিক কেলেঙ্কারির বিচার প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে কি? পুলিস অভিযুক্তদের আজ এখানে কাল সেখানে নিয়ে যাওয়ায় সুদীপ্ত সেন ও তাঁর সঙ্গীদের তারা ঠিকমতো জেরার সুযোগ পাচ্ছে না বলে আদালতে অভিযোগ জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সমস্যা সমাধানে গত জুনে সারদা সংক্রান্ত সব মামলাকে এক ছাতার তলায় আনার কথা বলেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপর, সাত মাস কেটে গেলেও রাজ্য সরকার বিষয়টি কার্যকর করেনি। ইডি-র অভিযোগের শুনানিতে সোমবার বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ১)সারদা সংক্রান্ত সব মামলার শুনানির জন্য একটি বিশেষ আদালত গঠন করতে হবে। ২)সুদীপ্ত সেন সহ প্রধান অভিযুক্তদের বিশেষ আদালতের আওতাধীন একটি জেলে রাখতে হবে।

শুধুমাত্র বিশেষ আদালত গঠন নিয়েই নয়, হাইকোর্টের আরও একটি নির্দেশে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ইডি-র অভিযোগ ছিল, রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্তে তাদের সঙ্গে সহযোগিতা করছে না। হাইকোর্টের নির্দেশ,

তদন্তের প্রয়োজনে ইডি তথ্য চাইলে সিট-কে তা দিতে হবে। ইডি চাইলেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে দিতে হবে।

শুধু সারদা মামলাই নয়, নানা ঘটনার তদন্তে গত দুবছরে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে আদালত। বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষের খুনের ঘটনায় সিআইডি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট সোমবারই দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের ইঙ্গিত দিয়েছে। মধ্যমগ্রাম-কাণ্ডে পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্টের নজরদারিতে দময়ন্তী সেনের নেতৃত্বেই তদন্ত চলছে। ধনেখালিতে পুলিস হেফাজতে কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর সিবিআই তদন্ত বা বর্ধমানে সিপিআইএম নেতা প্রদীপ তা কমল গায়েন খুনে সিআইডি তদন্তের নির্দেশ - আদালতের রায়ে বারেবারেই অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার।

.