নগ্নতা নিয়ে ছুৎমার্গ নেই, খোলাখুলি জানালেন রাজকুমার

 'ট্র্যাপড' থেকে শুরু করে বোস: ডেড/ অ্যালাইভ, শাহিদ, নিউটন, কাই পো চে, আলিগড় সহ প্রায় সব ছবিতেই অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

Updated By: Apr 17, 2018, 05:54 PM IST
নগ্নতা নিয়ে ছুৎমার্গ নেই, খোলাখুলি জানালেন রাজকুমার

নিজস্ব প্রতিবেদন: রাজকুমার রাও, ইনি এমন একজন অভিনেতা যার অভিনয় দক্ষতা, প্রতিভা নিয়ে হয়ত প্রায় বেশিরভাগ সিনেমাপ্রেমীরই কোনও সন্দেহ নেই। অভিনয়ের মধ্য়ে নিজেকে কীভাবে নিয়োজিত করতে হয় তা বোধহয় তাঁর থেকেই শিখতে হয়। 'ট্র্যাপড' থেকে শুরু করে বোস: ডেড/ অ্যালাইভ, শাহিদ, নিউটন, কাই পো চে, আলিগড় সহ প্রায় সব ছবিতেই অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

রাজকুমার রাওয়ের পরবর্তী ছবি হনসল মেহতা পরিচালিত ওমেরতা। যেখানে ব্রিটিশ সন্ত্রাসবাদী আহমেদ সইদ শেখের চরিত্রে দেখা যাবে তাঁকে। আলকায়দা, তালিবান, জইশ-ই মহম্মদ সহ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে এই সন্ত্রাসবাদীর। নৃশংস এই জঙ্গির চরিত্রই এবার পর্দায় ফুটিয়ে তুলবেন রাজকুমার, যা নিঃসন্দেহে তাঁর কাছে চ্যালেঞ্জ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ওমেরতার ট্রেলার।

সম্প্রতি, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে 'ওমেরতা' ছবিতে তাঁর চরিত্র নিয়েই মুখ খুলেছেন অভিনেতা। রাজকুমারের কথায় আমি এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমার সমস্ত মন ও আত্মাকে নিয়োজিত করেছি। শাহিদ, বোস, আলিগড়ের মত পরপর কেন বায়োপিকে কেন অভিনয় করছেন? এপ্রশ্নের উত্তরে রাজকুমার বলেন '' আমি যে সব সময় অভিনয়ের জন্য বায়োপিককেই বেছে নিচ্ছি এমনটা নয়, তবে আমি জীবন্ত চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। আর স্বাভাবিকভাবেই এই ছবিগুলি আমার হাতে এসেছে। তবে ব্যক্তিগত ভাবে আমি ভীষণই মজার একটা মানুষ। আগামী ৫, ৬ টা ছবি অন্তত আমি বায়োপিকে অভিনয় করব না।''

রাজকুমার রাওয়ের কথায়, ''আহমেদ সইদ শেখের চরিত্রের অন্ধকার দিকগুলি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা আমার কাছে  মানসিক ও শারীরিক খুবই অস্বস্তিকর ও কঠিন ছিল। এই চরিত্রটি সেই ভয়নক রাগ ও ঘৃণা ফুটিয়ে তোলার জন্য আমাকে অনেক পর্যবেক্ষণ করতে হয়েছে। কারণ এটাই আমি এই চরিত্রটি সম্পর্কে পড়ে জেনেছি। তার জন্য আমি অনেক হিংসাত্মক তথ্যচিত্র ও ভিডিও দেখেছি। সারা পৃথিবীতে যা ঘটছে তার উপর আহমেদ সইদ শেখে যে ঘৃণা এবং বিদ্বেষ তা অনুভব করার চেষ্টা করেছি এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। টানা ৩-৪ মাস এই বিষয়টা আমি অভ্যাস করেছি। আর সারাক্ষণ মানুষের প্রতি বিদ্বেষ ধরে রাখা খুবই কঠিন একটা কাজ। মাঝে মাঝে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তাম, মনে হত ঘুমিয়ে পড়ি।'' 

সিনেমাটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে না তো? এ প্রশ্নের উত্তরে রাজ কুমার জানান, ''এক্কেবারেই নয়। কোনও সম্প্রদায়কে এখানে টার্গেট করা হয়নি। আর ছবিটি যে চরিত্র নিয়ে সে আমাদের দেশেরও নয়। আর হনসল স্যার (পরিচালক) একজন ভীষণ দায়িত্ববান মানুষ।'' ওমেরতাতে কি কোনও নগ্ন দৃশ্য রয়েছে? এবিষয়ে রাজ কুমার জানান, হ্যাঁ রয়েছে। তবে তার জন্য আমি এক্কেবারেই ভীত নই। এর আগে আমার প্রথম ছবি 'লাভ সেক্স অ্যান্ড ধোকা'তেও আমি নগ্ন হয়েছিলাম। তবে নির্দিষ্ট ওই দৃশ্য অভিনয় ভীষণই অস্বস্তিকর ছিল। তবে এই ছবির নগ্ন দৃশ্য কোনও যৌন মিলনের দৃশ্য নয়, এটা তার থেকে আরও অনেক বেশি ভয়ঙ্কর, নৃশংস এবং হিংসাত্মক। তবে ব্যক্তিগত জীবনে আমি এক্কেবারেই এরকম নয়। আমি ভীষণ শান্তি প্রিয় একজন মানুষ। নির্দিষ্ট ওই দৃশ্যে অভিনয় করা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। মাত্র দু-দিনে ওই দৃশ্য অভিনয় করার সিদ্ধান্ত নিই। ''  

আরও পড়ুন-স্মার্ট ভিলেজের স্বপ্নে বিভোর, অভিনয় দাড়ি 'সারাভাই' রাজেশের

.