ধর্ষণ: ক্ষোভের মুখে মন্ত্রী-সাংসদরা

বারাসতের কামদুনিতে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুটছেন স্থানীয় মানুষ। অপরাধীদের গ্রেফতার ও চরম শাস্তির দাবিতে সকাল থেকে রাজারহাট-খড়িবাড়ি রোড অবরোধ এলাকাবাসীদের৷ সেই ক্ষোভের আগুনের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী-সাংসদরা।

Updated By: Jun 8, 2013, 06:25 PM IST

বারাসতের কামদুনিতে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুটছেন স্থানীয় মানুষ। অপরাধীদের গ্রেফতার ও চরম শাস্তির দাবিতে সকাল থেকে রাজারহাট-খড়িবাড়ি রোড অবরোধ এলাকাবাসীদের৷ সেই ক্ষোভের আগুনের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী-সাংসদরা।
আজ বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ঘটনাস্থলে গেলে, এলাকার মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। যদিও বসিরহাটের তৃণমূল সাংসদ বিক্ষোভের জন্য সিপিআইএমের ঘাড়েই দায় ঠেলেছেন। একইসঙ্গে, নিহত ছাত্রীকে দলীয় সমর্থক দাবি করেছেন তিনি। পুরো ঘটনার জন্য সিপিআইএমকেই দায়ী করেছেন হাজি নুরুল।
সময় যতই গড়াই, ততই ব্যাপক রূপ নিতে থাকে বিক্ষোভ৷ একটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা৷ কামদুনি মোড়ে বিক্ষোভ, অবরোধ করেন সাধারণ মানুষ। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘটনাস্থলে গেলে, স্থানীয় মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা।

.