দফতরের কর্মীরাই চাল পাচারের সঙ্গে জড়িত, বর্ধমানে তদন্তে এসে স্বীকার করলেন খাদ্য দফতরের সচিব

খাদ্য দফতরের কর্মীদের কেউ কেউ চাল পাচার চক্রের সঙ্গ জড়িত। বর্ধমানে চাল পাচারের তদন্তে এসে একথা স্বীকার করলেন খাদ্য দফতরের বিশেষ সচিব গোপীনাথ মুখার্জি। গতকাল বর্ধমানের হটুদেওয়ানে একটি বন্ধ রাইস মিলে হানা দিয়ে পুলিস বারো হাজার বস্তা চাল আটক করে। উদ্ধার হয় ৩০০ বস্তা গম ও ৬৭ ব্যারল কেরোসিন ও ডিজেল।

Updated By: Dec 7, 2013, 07:23 PM IST

খাদ্য দফতরের কর্মীদের কেউ কেউ চাল পাচার চক্রের সঙ্গ জড়িত। বর্ধমানে চাল পাচারের তদন্তে এসে একথা স্বীকার করলেন খাদ্য দফতরের বিশেষ সচিব গোপীনাথ মুখার্জি। গতকাল বর্ধমানের হটুদেওয়ানে একটি বন্ধ রাইস মিলে হানা দিয়ে পুলিস বারো হাজার বস্তা চাল আটক করে। উদ্ধার হয় ৩০০ বস্তা গম ও ৬৭ ব্যারল কেরোসিন ও ডিজেল।

এপিএল, বিপিএলের মত সরকারি প্রকল্পের চাল ওই বন্ধ গুদাম থেকে ২৩টি ট্রাকে করে পাচার করা হচ্ছিল। এই বন্ধ রাইসমিলে সরকারি চাল কী করে এল, কারাই বা আনল, কোথায় পাঠানো হচ্ছিল, সমস্ত বিষয়ই তদন্ত করে দেখছে পুলিস, যদিও গতকাল ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা ছাড়া এখন পর্যন্ত চাল পাচারের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গ্রেফতার করা হয়নি ওই বন্ধ চাল মিলের মালিককেও।

Tags:
.