জমি কিনতে বডরা ভুয়ো নথী ব্যবহার করেছিলেন, অভিযোগ অশোক খেমকার

ভুয়ো নথী ব্যবহার করেছিলেন রবার্ড বডরা। বিস্ফোরক মন্তব্য আইপিএস অফিসার অশোক খেমকার। ডিএলএফ সংস্থাটিকে ৩.৫ একর জমি পাইয়ে দিতে সোনিয়া জামাতা নথীতে কারচুপি করেছিলেন বলে জানিয়েছেন তিনি। মে মাসে রাজ্য সরকারকে পেশকরা রিপোর্টে সে কথা উল্লেখ করেছেন খেমকা।

Updated By: Aug 10, 2013, 06:36 PM IST

ভুয়ো নথী ব্যবহার করেছিলেন রবার্ড বডরা। বিস্ফোরক মন্তব্য আইপিএস অফিসার অশোক খেমকার। ডিএলএফ সংস্থাটিকে ৩.৫ একর জমি পাইয়ে দিতে সোনিয়া জামাতা নথীতে কারচুপি করেছিলেন বলে জানিয়েছেন তিনি। মে মাসে রাজ্য সরকারকে পেশকরা রিপোর্টে সে কথা উল্লেখ করেছেন খেমকা।
এই আধিকারিকের আরও অভিযোগ, একটি বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে ৭.৫ কোটি টাকা দেওয়ায়র কথা ল্যান্ড রেজিট্রেশন সার্টিফিকেটে বলা হলেও, আদতেও কোনও লেনদেন করেনি বডরার কোম্পানি।
হরিয়ানার রেজিস্ট্রেশন দফতরের আধিকারিক থাকাকালীন রমেশ খেমকা ডিএলএফর সঙ্গে বডরার চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। তার খেসারত হিসাবে তাঁকে ৩ দিনের মধ্যেই স্থানান্তরিত করে দেওয়া হয়।

.