ঘুষির জেরে গভীর সঙ্কটে ছোটে নবাবের পদ্ম পুরস্কার

গভীর সঙ্কটে ছোটে নবাবের পদ্ম পুরস্কার। অতীত থাবা বসাতে পারে তাঁর বর্তমান ক্লিন এন্ড ক্লিয়ার

Updated By: Aug 7, 2014, 01:57 PM IST
ঘুষির জেরে গভীর সঙ্কটে ছোটে নবাবের পদ্ম পুরস্কার

নতুন দিল্লি: গভীর সঙ্কটে ছোটে নবাবের পদ্ম পুরস্কার। অতীত থাবা বসাতে পারে তাঁর বর্তমান ক্লিন এন্ড ক্লিয়ার
ইমেজে। একটি প্রথমসারির দৈনিকে প্রকাশিত খবর যদি সত্যি হয় তাহলে বলিউড তারকা সইফ আলি খান হারাতে পারেন তাঁর পদ্মশ্রী পুরস্কার।

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে এক দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও তাঁর শ্বশুরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন সইফ। করিনা কপুরের স্বামী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগও জমা পড়ে। অভিযোগ উত্তেজিত সইফ ওই ব্যবসায়ীর নাকে ঘুষি মারেন। এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে দেয়। সইফের জেন্ট্যালম্যান ইমেজে কালি ছেটাবার জন্য এই একটা ঘুষিই যথেষ্ট ছিল। মুম্বইয়ে এক আদালতে এই টিনসেল টাউন হিরোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

খবরে প্রকাশ এই ঘটনার জেরেই সইফের হাতছাড়া পদ্মশ্রী পুরস্কার। যাঁর নামে আদালতে মামলা চলছে তাঁর কাছে কী করে পদ্মশ্রী পুরস্কার থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন এক আরটিআই অ্যাক্টিভিস্ট। সইফের থেকে এই পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি।

তবে এই প্রথম নয়, এর আগে একটি সিনেমার শুটিং করতে গিয়ে সলমন খানের সঙ্গে কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন সইফু।  

২০১০ সালে শিল্প-কলা জগতে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পান তিনি।

 

.