`এক থা টাইগার`-এর মুক্তি নিশ্চিত করতে পাকিস্তান যাচ্ছেন সলমন

পাকিস্তানের সলমন-অনুরাগীদের জন্য সুখবর। বলিউড ছবি `এক থা টাইগার`-এর পাকিস্তানে মুক্তি নিয়ে কিছুটা হলেও জটিলতা কাটতে চলেছে। শীঘ্রই ছবির পরিচালক কবীর খানের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন অভিনেতা সলমন খান।

Updated By: Jul 12, 2012, 12:19 PM IST

পাকিস্তানের সলমন-অনুরাগীদের জন্য সুখবর। বলিউড ছবি `এক থা টাইগার`-এর পাকিস্তানে মুক্তি নিয়ে কিছুটা হলেও জটিলতা কাটতে চলেছে। শীঘ্রই ছবির পরিচালক কবীর খানের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন অভিনেতা সলমন খান।
সম্প্রতি সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। গত সপ্তাহে দেশের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেল ও কেবল নেটওয়ার্ককে চিঠি দিয়ে তারা এই নির্দেশ দিয়েছে। তাদের যুক্তি, ছবিটিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে। আই এস আই এবং র-এর কার্যকলাপকে প্রকাশ্যে আনা হয়েছে এই ছবিতে। ওই সংস্থার মতে, ছবিটি আই এস আই বিরোধী।

আগামী ১৫ আগস্ট সারা বিশ্বে মুক্তি পাচ্ছে `এক থা টাইগার।` পাকিস্তানে ছবির মুক্তির জন্য তাঁরা সব রকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন পরিচালক কবীর খান। পাকিস্তানিদের আস্থা অর্জনই তাঁদের এই সফরের মূল উদ্দেশ্য বলেও জানিয়েছেন কবীর খান। তাঁর আশা মুক্তি পেলেই সবাই বুঝতে পারবেন এক থা টাইগার আদপেও পাকিস্তান বিরোধী ছবি নয়। মঙ্গলবার টুইটারে কবীর খান জানান, তাঁর ছবিতে পাকিস্তানকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখানো হয়নি। পাকিস্তানের সলমন ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, "খুব শীঘ্রই ছবিটি পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাকিস্তানের সেন্সর বোর্ডও এক থা টাইগার দেখলে খুশি হবে।"
প্রসঙ্গত, `কাবুল এক্সপ্রেস` ও `নিউ ইয়র্ক` -এর পর যশরাজ ফিল্মসের সঙ্গে কবীর খানের এটি তৃতীয় ছবি। অন্যদিকে এই প্রথম যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলেন সলমন। শোনা গেচে এই ছবিতে কাজ করার জন্য ৩২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সলমন।

.