ভারত মহাসাগরে ভাসমান ৩০০ টুকরো বস্তুই কি MH-370?

অস্ট্রেলিয়া উপকূলের কাছে দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান তিন শতাধিক বস্তুকে ঘিরে ফের রহস্য দানা বাঁধছে। থাইল্যান্ড এবং জাপানের উপগ্রহে ধরা পড়েছে সেই ছবি। ভাসমান বস্তুগুলি আকারে দুই থেকে পনেরো মিটারের মধ্যে। সেগুলি দেখা গেছে অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ শহর থেকে সাতাশশো কিলোমিটার দূরে।

Updated By: Mar 28, 2014, 10:00 AM IST

অস্ট্রেলিয়া উপকূলের কাছে দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান তিন শতাধিক বস্তুকে ঘিরে ফের রহস্য দানা বাঁধছে। থাইল্যান্ড এবং জাপানের উপগ্রহে ধরা পড়েছে সেই ছবি। ভাসমান বস্তুগুলি আকারে দুই থেকে পনেরো মিটারের মধ্যে। সেগুলি দেখা গেছে অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ শহর থেকে সাতাশশো কিলোমিটার দূরে।

দক্ষিণ ভারত মহাসাগরের যে অঞ্চলে আন্তর্জাতিক অনুসন্ধানকারী দল তল্লাসি চালাচ্ছে, তার থেকে দুশো কিলোমিটার দূরে। অনুমান, সেগুলি মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ উড়ান MH-370। ছবিগুলি চলতি মাসের চব্বিশ তারিখ সকাল দশটা নাগাদ থাইল্যান্ডের আর্থ অভসার্ভেশন উপগ্রহ মারফত পাঠানো। ঠিক তার আগের দিনই ভারত মহাসাগারের বুকে ভাসমান একশো বাইশটি সন্দেহজনক বস্তুকে চিহ্নিত করে একটি ফরাসি উপগ্রহ। সব ছবিই থাইল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সেগুলি মালয়য়েশিয়া সরকারের কাছে পৌঁছে দেবেন।

বুধবার জাপানেরও একটি উপগ্রহে ধরা পড়েছে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো একাধিক বস্তুর ছবি। সেগুলি পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছড়িয়ে রয়েছে। সব থেকে বড় বস্তুটি আট মিটার লম্বা ও চার মিটার চওড়া।

.