জেল হেফাজতেই সুদীপ্ত, দেবযানী

সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি ও অরবিন্দ সিং চৌহানকে তেসরা জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বারুইপুর আদালত। আদালতে সুদীপ্ত সেনের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। আইনজীবীর যুক্তি দেন, সারদা কর্তার সম্পত্তি বিক্রি করে আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরত দিতে হলে তাঁর ছাড়া পাওয়া জরুরি। কিন্তু, তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

Updated By: May 28, 2013, 03:58 PM IST

সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি ও অরবিন্দ সিং চৌহানকে তেসরা জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বারুইপুর আদালত। আদালতে সুদীপ্ত সেনের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। আইনজীবীর যুক্তি দেন, সারদা কর্তার সম্পত্তি বিক্রি করে আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরত দিতে হলে তাঁর ছাড়া পাওয়া জরুরি। কিন্তু, তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
একইসঙ্গে, দেবযানী মুখার্জি ও অরবিন্দ সিং চৌহানেরও জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তিনজনকেই তেসরা জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি এবং অরবিন্দ সিং চৌহানের উপযুক্ত শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে আজ আদালত চত্ত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি।
 

.