বেশ কিছুটা আগেই মরসুমের প্রথম তুষারপাত জম্মু- কাশ্মীরে, পর্যটকদের `পৌষমাস`, স্থানীয়দের `সর্বনাশ`

মরসুমের বেশ কিছুটা আগেই তুষারপাত শুরু হল জম্মু-কাশ্মীরে। আর তাতেই বেসামাল রাজৌরি ও পুঞ্চের বাসিন্দারা। শ্রীনগরের সঙ্গে সংযোগরক্ষাকারী মুঘল রোড বরফে আটকে গিয়ে দুর্ভোগ পোহাতে হল স্থানীয় বাসিন্দাদের। নভেম্বরের শুরুতেই হাড় কাঁপানো শীতে জুবুথুবু জম্মু-কাশ্মীর।

Updated By: Nov 9, 2013, 09:52 AM IST

মরসুমের বেশ কিছুটা আগেই তুষারপাত শুরু হল জম্মু-কাশ্মীরে। আর তাতেই বেসামাল রাজৌরি ও পুঞ্চের বাসিন্দারা। শ্রীনগরের সঙ্গে সংযোগরক্ষাকারী মুঘল রোড বরফে আটকে গিয়ে দুর্ভোগ পোহাতে হল স্থানীয় বাসিন্দাদের। নভেম্বরের শুরুতেই হাড় কাঁপানো শীতে জুবুথুবু জম্মু-কাশ্মীর।
আর বছরের প্রথম তুষারপাতে রীতিমত নাজেহাল উপত্যকার রাজৌরি ও পুঞ্চের বাসিন্দারা। গত বৃহস্পতিবার রাজৌরি এবং পুঞ্চে তুমুল বৃষ্টির পরেই শুরু হয় তুষারপাত। বরফে বন্ধ হয়ে যায় পুঞ্চের সঙ্গে শ্রীনগর ও গোটা দেশের একমাত্র সংযোগরক্ষাকারী মুঘল রোড। পীরপাঞ্জাল পর্বতমালার মধ্যে দিয়ে যাওয়া এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
 
এবছর তুষারপাত খানিকটা আগেই শুরু হল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের কাছে পড়ে পাওয়া চোদ্দ আনা হলেও বছরের প্রথম তুষারপাতে কিছুটা দুর্ভোগেই পড়লেন উপত্যকার বাসিন্দারা।

.